কারেন্ট অ্যাফেয়ার্স ২০ এপ্রিল ২০২৩

schedule
2023-04-21 | 09:07h
update
2023-04-21 | 09:07h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইয়েমেনের রাজধানী সানায় পদপিষ্ট হয়ে প্রাণহানি হল অন্তত ৮৫ জনের। আল ইয়েমেন অঞ্চলের একটি স্কুলে পবিত্র রমজান মাসে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে গুলি চালায় হুথি নিরাপত্তা রক্ষীরা। তখনই পদপিষ্ট হন মানুষ জন। আরবের এই দেশটি বর্তমানে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠী শাসন করছে। প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে।
  • সুদানের গৃহযুদ্ধে অন্তত ৩৩০ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যুদ্ধ বিরতি ঘোষণা হলেও বাস্তবে গোলাগুলি অব্যাহত রয়েছে। সেখানে আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের দ্বারস্থ হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
জাতীয়
  • সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলায় নিহত হলেন ৫ জন সেনা জওয়ান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় সেনার গাড়িটি লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে পাক মদদপুষ্ট জঙ্গিরা।
  • ২০০২ সালের নারোদা গাঁও হত্যা মামলায় ৬৭ জন অভিযুক্তকে বেকসুর খালাস করল গুজরাটের বিশেষ আদালত। ২০০২ সালের ওই ঘটনায় একটি সংখ্যালঘু পরিবারের ১১ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এই মামলায় মোট ৮৬ জন অভিযুক্ত ছিলেন। তার মধ্যে একজন আগেই মুক্তি পেয়েছেন। বিচার চলার সময় প্রয়াত হয়েছেন ১৮ জন। অভিযুক্তদের মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানি।
  • সীমানা সমস্যা মেটাতে বৈঠকে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এই বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই রাজ্যের মোট সীমানা ৮০৪.১ কিলোমিটার দীর্ঘ।  ১৯৭২ সাল থেকে ১২৩টি এলাকা নিয়ে যে বিতর্ক ছিল  এদিন তার নিষ্পত্তি করে চুক্তি স্বাক্ষর করেন দুই মুখ্যমন্ত্রী।
  • সুরাতের দায়রা আদালত রাহুল গান্ধির বিরুদ্ধে নিম্ন আদালতের ২ বছরের কারাদণ্ডের রায় বহাল রাখল। ফলে নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ হয়ে গেল। মোদী পদবি নিয়ে মন্তব্যের জন্য ওই মামলায় সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুল গান্ধিকে।
Advertisement

 খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছল ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের দুই পর্বে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিল তারা । অন্য সেমিফাইনালে বেনফিকাকে কোয়ার্টার ফাইনালের দুই পর্বে ৫-৩ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছল ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা খেলবে এসি মিলানের বিরুদ্ধে। দীর্ঘ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে মুখোমুখি হচ্ছে মিলানের দুই প্রতিদ্বন্দ্বী দল ।
 বিবিধ
  • বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের বসবাসের শহরগুলি নিয়ে সমীক্ষা চালিয়ে তার ফল প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স। এই সমীক্ষার পর যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে প্রথমেই নাম রয়েছে নিউইয়র্কের। ভারতের মধ্যে সবচেয়ে ধনীদের শহর মুম্বই। বিশ্বে এই শহরের স্থান ২১ নম্বরে। দিল্লির ক্রম ৩৬। অন্যদিকে কলকাতা রয়েছে ৬৩তম ক্রমে। কলকাতার ৪৯ জন বাসিন্দার সম্পত্তি ১০ কোটি মার্কিন ডলারের বেশি। আর ১০ লক্ষ মার্কিন ডলার রয়েছে ১২ হাজার জন কলকাতাবাসীর। মুম্বইয়ে এমন মানুষের সংখ্যা প্রায় ৬০ হাজার। দিল্লিতে ৩০ হাজার জনের রয়েছে ১০ লক্ষ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের সম্পত্তি। অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনীদের শহর নিউইয়র্কে ৩,৪০,০০০ জনের ১০ লক্ষ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে।

১৯ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.05.2024 - 17:44:49
Privacy-Data & cookie usage: