কারেন্ট অ‍্যাফেয়ার্স ২২ আগস্ট ২০২১

schedule
2021-08-26 | 06:46h
update
2021-08-26 | 06:46h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • আফগানিস্তানে মেয়েদের একমাত্র বোর্ডিং স্কুলের প্রতিষ্ঠাতা শাবানা রসিক সমস্ত ছাত্রীর তথ্যভান্ডার বিনষ্ট করে ফেললেন। তারা ছাত্রীদের ঠিকানা পেলে তালেবান জঙ্গিরা তাদের বাড়িতে গিয়ে হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে এ কাজ করেছেন বলে জানালেন তিনি।। আফগানিস্তানের শরণার্থীদের ঠেকাতে তুরস্ক সীমান্তে ৪০ কিমি লম্বা দীর্ঘ প্রাচীর তুলল গ্রিস। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা যথাক্রমে ১০ হাজার ও ২০  হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে। এদিকে কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বিশৃঙ্খলা ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করল তালেবান বাহিনী। গত এক সপ্তাহ ধরে প্রায় ৫০ হাজার মানুষের ভিড় বিমানবন্দর চত্বরে । গত সাত দিনে সেখানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২০ জন।
  • বিদেশি সংবাদ মাধ্যমের হয়ে কাজ করার দুজন সাংবাদিককে গ্রেফতার করল মায়ানমার এর সামরিক সরকার।
Advertisement

জাতীয়
  • আফগানিস্তান থেকে তিনটি আলাদা বিমানে আফগানিস্তান থেকে ৩৯২ জনকে ভারতে ফেরানো হল। যাদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের দুই সিনেটর আনারকলি কাউর হোনারিয়ার এবং নরেন্দ্র সিং খালা।  এই নিয়ে গত সাত দিনে ৫৯০ জনকে ভারতে ফেরানো হল।
  •  ওড়িশায় ১০৭০টি স্মার্ট স্কুল গড়ার কল্পনা নিয়েছেন নবীন পট্টনায়ক সরকার। তার প্রথম দশটির উদ্বোধন হল আজ।
বিবিধ
  • ব্যাড ব্যাঙ্ক বা ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি (ব্যাংকের অনুৎপাদক সম্পদের পুনর্গঠন সংস্থা) গড়ার জন্য রিজার্ভ ব্যাংকের কাছে অনুমোদন চাইল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ।
খেলা
  •  কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনূর্ধ্ব কুড়ি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের লং জাম্পে রুপোর পদক পেলেন ভারতের শৈলী সিং। ৬.৫৯ মিটার লাফিয়ে মাত্র ১ সেন্টিমিটারের জন্য তিনি সোনা হাতছাড়া করলেন।
  • প্রথম  দ্য হান্ড্রেড ক্রিকেটে চ্যাম্পিয়ন ও রানার্স হল যথাক্রমে সাদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্স।
  • প্রাক্তন ফুটবলার কোচ ও ফিফা রেফারি সৈয়দ শাহেদ হাকিম (৮২) প্রয়াত হলেন। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2024 - 02:36:16
Privacy-Data & cookie usage: