পদত্যাগ করতে হল ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাবকে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সরকারি আমলারা হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছিলেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই নিয়ে ছয় মাসের মধ্যে ঋষি সুনক মন্ত্রিসভার তিন জন সদস্যকে ইস্তফা দিতে হল। এর আগে গত নভেম্বর মাসে সুনক মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য গেভিন উইলিয়ামসনকে দুর্ব্যবহারের অভিযোগে ইস্তফা দিতে হয়েছিল। দুমাস আগে আর এক মন্ত্রী নাদিম জাওয়াহিকে পদচ্যুত করতে হয় সুনককে।
জি ৭ গোষ্ঠী উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচী নিয়ন্ত্রণের জন্য চাপ দিয়েছিল। বিশেষত তাদের নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর সমালোচনা করা হয়েছিল জি ৭ এর যৌথ বিবৃতিতে। এর জবাবে উত্তর কোরিয়া এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করে জানালো যে, তাদের পরমাণু অস্ত্র নীতি ‘চুড়ান্ত ও অপরিবর্তনীয়’।
ইউক্রেনে বোমা ফেলতে গিয়ে ভুল করে রাশিয়ার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বোমা ফেলল রাশিয়ায়ই সীমান্ত শহর বেলগোরোদে। বেশ কয়েকজন জখম হয়েছেন এই ঘটনায়। ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বাড়ি।
জাতীয়
সুদানের গৃহযুদ্ধে আটকে পড়া ভারতীয় নাগরিকদের সংখ্যা প্রায় তিন হাজার। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর পরিস্থিতি খতিয়ে দেখতে নয়াদিল্লিতে সর্বোচ্চ স্তরের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল বিবেক রাম, নৌ সেনা বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার প্রমুখ। এদিকে সুদানে রাষ্ট্রসঙ্ঘের আবেদন উপেক্ষা করে সেনা বনাম আধা সেনার রক্তাক্ত লড়াই চলছে। নিহতের সংখ্যা চার শতাধিক। এদিন রাষ্ট্রসঙ্ঘের একজন কর্মীরও মৃত্যু হয়েছে খার্তুমে।
ত্রিপাক্ষিক বৈঠকে অংশ গ্রহণ করল ভারত। ইরান, আর্মেনিয়া ও ভারতের বিদেশ মন্ত্রকের মধ্যে এই প্রথমবার বসেছে এই বৈঠক। এবারের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে ডেকে পাঠালো সিবিআই। ২০১৮ সালে তিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকার সময় রিলায়েন্স জেনারেল ইনশরেন্স নিয়ে একটি মামলায় সিবিআই তদন্ত করছে। তার সাক্ষী হিসেবে তাঁর বক্তব্য জানতে চেয়ে এই তলব বলে জানা গেছে।
খেলা
যুব লিগের পূর্বাঞ্চলীয় পর্বে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এদিন নৈহাটি স্টেডিয়ামে তারা মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে সেভিয়ার কাছে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের দুই পর্ব মিলিয়ে তারা ২-৫ গোলের ব্যবধানে হার মানল সেভিয়ার কাছে।
বিবিধ
ভারতের ১০০টি শহরের মধ্যে প্রতিযোগিতা থেকে ‘স্মার্ট সিটি অব দ্য ইয়ার’ পুরস্কার পেল নিউটাউন। এছাড়াও ‘বেস্ট গ্রিন বিল্ডিংস প্রজেক্ট অ্যাওয়ার্ড’ এবং ‘স্মার্ট এনার্জি প্রজেক্ট অ্যাওয়ার্ড’ও পেল কলকাতা রাজারহাটের বিস্তৃত এলাকা জুড়ে গড়ে ওঠা নিউটাউন। দিল্লিতে অনুষ্ঠিত নবম স্মার্ট সিটিস এক্সপো’তে এই পুরস্কার পেয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি।
২০২২ সালে তাপপ্রবাহ ইউরোপের ১৫৭০০ জনের প্রাণ কেড়েছে। ভারতে বন্যায় প্রাণ গেছে ৭০০ জনের, বজ্রপাতে ৯০০ জনের। এসবের পিছনে রয়েছে গ্রিন হাউস গ্যাস নির্গমনের কারণ। ‘ওয়ার্ল্ড মেটিয়োরোলজিক্যাল অর্গানাইজেশন’- এর বার্ষিক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।