কারেন্ট অ্যাফেয়ার্স ২২ এপ্রিল ২০২৩

348
0
daily current affairs

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে রূপান্তরিত মহিলাদের খুনের ঘটনা ঘটেই চলেছে। ‘হিউম্যান রাইটস ক্যাম্পেন’ নামের একটি মানবাধিকার সংস্থার দাবি, ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৮ জন রূপান্তরিত মহিলাকে খুনের ঘটনা ঘটেছে। চলতি বছরে খুন হয়েছেন ৩ জন রূপান্তরিত মহিলা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কোকো দ্য ডল। তিনি একজন কৃষ্ণাঙ্গ রূপান্তরিত মানবাধিকার কর্মী। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রীও। ১৯ এপ্রিল আটলান্টায় তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩৫ বছরের কোকো দ্য ডলের জীবন নিয়ে গত বছর মুক্তি পেয়েছিল তথ্যচিত্র কোকোমো সিটি। তার পরিচালক হলেন ডি স্মিথ। স্মিথ ক্ষোভের সঙ্গে বলেছেন, রূপান্তরিতদের হত্যার ঘটনা মহামারীর চেহারা নিয়েছে মার্কিন মুলুকে।
  • গৃহযুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে সড়ক পথে সৌদি আরবে পৌঁছেছিলেন ১২টি দেশের ৯১ জন নাগরিক। তাঁদের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নাগরিকরাও রয়েছেন। তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সুদানে সেনা ও আধা সেনার মধ্যে সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে।
জাতীয়
  • জি ২০ গোষ্ঠীভুক্ত নয় এমন দেশগুলোর সঙ্গেও দৌত্য স্থাপন করতে উদ্যোগী হয়েছে ভারত। সেই লক্ষ্যে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রগুলিকে নিয়ে তৈরি একটি মঞ্চ ক্যারিকম-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে তিনি গায়ানার বিদেশমন্ত্রী হিউ টডের সঙ্গেও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বৈঠক করেছেন।
  • শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরোর পিএসএলভি রকেট সাফল্যের সঙ্গে সিঙ্গাপুরের দুটি কৃত্রিম উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল। এই নিয়ে মোট ৫৭ টি অভিযান সম্পন্ন করল এই রকেট।
  • জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গিহামলার ঘটনায় শহিদ হয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের ৫ জন জওয়ান। তাঁদের মধ্যে একজন হলেন কুলবন্ত সিং। ঘটনাচক্রে তাঁর বাবা বলদেব সিংও ছিলেন সেনা জওয়ান। ১৯৯৯ সালে কার্গিলে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষের সময় শহিদ হয়েছিলেন তিনি। ২৪ বছরের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পাঞ্জাবের মোগার এই শিখ পরিবারে।
 খেলা
  • তিরন্দাজি বিশ্বকাপ প্রতিযোগিতায় এবার ভারতকে প্রথম সোনার পদক উপহার দিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। তিনি ব্যক্তিগত ইভেন্টে ১৫৯ স্কোর করে ( এই ইভেন্টে বিশ্বরেকর্ড ১৬০ ) সোনা জিতলেন। বস্তুত এবারের তিরন্দাজি বিশ্বকাপ প্রতিযোগিতায় জ্যোতি জোড়া সোনা জিতেছেন। ওজাস দেওতালের সঙ্গে জুটি বেঁধে তিনি স্টেজ ওয়ান কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টেও সোনা জিতলেন।
বিবিধ
  • ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’- এর দপ্তরে চিঠি লিখলেন দেশের ১৮০০এরও বেশি বিজ্ঞানী ও শিক্ষাবিদ। নবম ও দশম শ্রেণির বই থেকে চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অধ্যায়টি বাদ দেওয়ার বিরোধিতা করেছেন তাঁরা। কোভিড পরিস্থিতির পর শিক্ষার্থীদের পড়ার চাপ কমাতে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং- এর বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন বিষয়ের পাঠ্যক্রমেই কিছু কিছু অধ্যায় বাদ দেওয়ার সুপারিশ করছে । তার মধ্যে নবম, দশমের বিজ্ঞান বিষয়ক পাঠ্য বই থেকে ওই অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

২১ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন