কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ এপ্রিল ২০২৩

401
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বার্লিনের রুশ দূতাবাস থেকে রাশিয়ার কূটনৈতিক কর্মীদের দেশ ছাড়তে বলেছিল জার্মানি। এবার একই পথ নিল রাশিয়া। রাশিয়া থেকে ২০ জন জার্মান কূটনীতিককে বিতাড়িত করল তারা।
  • মায়ানমার নির্বাচন কমিশনের উপপ্রধান সাই কৌ থু -কে গুলি করে হত্যা করল বিদ্রোহীরা। মায়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর সেখানে বিরোধী মতামতের প্রতিফলনে গড়ে উঠেছে স্বঘোষিত সংগঠন ‘পিপলস ডিফেন্স ফোর্সেস’। অনুমান করা হচ্ছে, তারাই এই হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত। এদিকে মায়ানমারে নতুন করে সাধারণ নির্বাচনে উদ্যোগী হয়েছে সেখানকার নির্বাচন কমিশন। কিন্তু তারা আগেই অধিকাংশ রাজনৈতিক দলকে অবৈধ ঘোষণা করেছে।
  • ফিলিপিন্সের লুজন দ্বীপের কাছে সমুদ্রের ১৩১২৩ ফুট গভীরে খোঁজ মিলল এস এস মন্টেভিডিও মারু নামে অস্ট্রেলিয়ার একটি জাহাজের। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের ধাক্কায় ডুবে গিয়েছিল এস এস মন্টেভিডিও মারু। প্রাণ হারান ৮৬৪ জন অস্ট্রেলীয় সেনাসহ হাজারের বেশি যাত্রী। অস্ট্রেলিয়ার কাছে এটি ছিল সবচেয়ে বড় সামুদ্রিক বিপর্যয়। এতদিনে তারই ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
 জাতীয়
  • পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনের নেতা অমৃতপাল সিং অবশেষে ধরা পড়লেন। ৩৬ দিন পলাতক থাকার পর এদিন পঞ্জাবের মোগায় ধরা পড়েন তিনি।নিহত খালিস্তানপন্থী জঙ্গি জার্নাল সিং ভিন্দ্রালওয়ালের জন্মস্থান ওই গ্রাম। অবশ্য ‘ওয়ারিশ পাঞ্জাব দে’-এর প্রধান পদাধিকারীর দাবি, তিনি আত্মসমর্পণ করেছেন । কিন্তু পঞ্জাব পুলিশের পক্ষে জানানো হয়েছে, মোগার রোড গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে অমৃতপালকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোটা গ্রাম ঘিরে ফেলেছিল। ফলে ওঁর হাতে আত্মসমর্পণ করা অন্য কোনও পথ ছিল না। পরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অমৃতপালকে গুয়াহাটি কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ২৮ মার্চ অমৃতসরের কাছে অঞ্জলা থানার হেফাজতে থাকা একজন সঙ্গীকে ছাড়ানোর জন্য হামলা চালিয়েছিলেন অমৃতপাল ও পপলপ্রীত সিং। সেই হামলায় আহত হন একাধিক পুলিস কর্মী। তারপর থেকেই তাঁদের খুঁজছে পুলিস। পুলিশকে ফাঁকি দিয়ে বারবার  পালিয়েছিলেন অমৃতপাল। ইতিমধ্যেই তাঁর ৯ সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়া হবে কীনা তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। এরই মধ্যে সমলিঙ্গ বিবাহের অধিকার দেওয়ার ক্ষেত্রে নিজেদের আপত্তি জানালো বার কাউন্সিল অব ইন্ডিয়া।
  • কুনো জাতীয় উদ্যানে একটি চিতার মৃত্যু হল। এটি নামিবিয়া থেকে আনা। এই নিয়ে নামিবিয়া থেকে আনা দ্বিতীয় চিতার মৃত্যু হল।
খেলা
  • পুনরায় আন্দোলনের পথেই ফিরলেন দেশের বরেণ্য কুস্তিগীররা। প্রায় তিন মাস পর  দিল্লির যন্তর মন্তরেই ফের ধর্নায় বসলেন তাঁরা। তাঁদের মধ্যে রয়েছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট প্রমুখ। জাতীয় কুস্তি সংস্থার বিতর্কিত সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করার দাবিতে এই আন্দোলন তাঁদের। ১৮ জানুয়ারি প্রথম বার যন্তর মন্তরে ব্রিজভূষণের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন তাঁরা। তারপর ভারতীয় অলিম্পিক্স কমিটি। পিটি ঊষার নেতৃত্বাধীন একটি কমিটির বৈঠকের পরে একটি সাত সদস্যের কমিটি তৈরি করা হয়। সেই কমিটিতে সদস্য হিসেবে স্থান পান বক্সিংয়ে ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম, বাংলার প্রাক্তন অলিম্পিয়ান তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা অশোক, যোগেশ্বর দত্ত, সহদেব যাদব প্রমুখ।
  • তিরন্দাজির স্টেজ ওয়ান বিশ্বকাপ প্রতিযোগিতায় রুপোর পদক জিতল ভারতের পুরুষ দল। রিকার্ভ ইভেন্টের এই দলে রয়েছেন অতনু দাস, তরুণ দীপ রাই ও ধীরাজ বোম্মাদেব।
 বিবিধ
  • মাইকেল শুমাখার ২০১৩ সাল থেকে লোকচক্ষুর অন্তরালে। ৭ বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন একটি দুর্ঘটনার কবলে পড়ে কার্যত শয্যাশায়ী তখন থেকেই। কিন্তু তাঁর সাক্ষাৎকারের নামে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে একটি সাক্ষাৎকার প্রকাশ করে জার্মানির একটি নামি পত্রিকা। এই মনগড়া সাক্ষাৎকারে আপত্তি জানায় তাঁর পরিবার। ঘটনার জেরে প্রধান সম্পাদককে বরখাস্ত করল পত্রিকা কর্তৃপক্ষ।