বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মহম্মদ সাহাবুদ্দিন। তিনি হলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করলেন বাংলাদেশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ৭৩ বছর বয়সী মহম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লিগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন।
জাতীয়
সুদানের গৃহযুদ্ধে আটক ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য অভিযান শুরু করেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কাবেরী’। এই গৃহযুদ্ধে প্রায় ৪০০০ জন ভারতীয় বিপদে পড়েছেন। গত ১১ দিন ধরে সুদানে লাগাতার সেনাবাহিনী ও আধাসেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেছে এক ভারতীয়সহ চার শতাধিক জনের। ইতিমধ্যেই ভারতের সেনাবাহিনীর দুটি বিমান জেড্ডায় অবতরণ করেছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এক পক্ষ কালের যৌথ মহড়া সমাপ্ত হল। এর নাম দেওয়া হয়েছে ‘এক্স কোপ ইন্ডিয়া ২০২৩’। ব্যবহার করা হয়েছে বায়ুসেনার আগ্রা, পানাগড় ও কলাইকুন্ডা বিমান ঘাঁটি। ২০০৪ সাল থেকে শুরু হয়েছে এক্স কোপ ইন্ডিয়া , এবার সম্পন্ন হলে ষষ্ঠ বারের যৌথ সামরিক মহড়া।
তামিলনাড়ু ও কর্ণাটকের আবাসন নির্মাণকারী সংস্থা জি স্কোয়ার রিটেলারসের ৫০টি দপ্তরে একযোগে তল্লাশি চালালো আয়কর দপ্তর। এই ঘটনার সঙ্গে জুড়ে গেছে রাজনীতিও। এই সংস্থায় দুর্নীতির অভিযোগ তুলে ডিএমকে-কে নিশানা করেছে তামিলনাড়ুর বিরোধী রাজনৈতিক দলগুলি।
খেলা
পঞ্চাশতম জন্মদিন পালন করলেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর। এদিন তিনি নিজে টুইট করে লিখেছিলেন, ‘মি টাইম : ৫০ নট আউট’। তাঁর এই দিনটি স্মরণীয় করে রাখতে সিডনি ক্রিকেট গ্রাউন্ড তাঁর ও ব্রায়ান লারার নামে একটি গেটের নামকরণ করল। সেখানে এদিন বসানো হল বিশেষ স্মারক। সিডনি ক্রিকেট গ্রাউন্ড-এ তিনি তিনটি শতরানসহ ৭৮৫ রান করেছেন।
বিবিধ
কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স সংস্থায় নির্মিত একটি জাহাজের উদ্বোধন হল গায়ানায়। তার নাম ‘এম ও লিশা’। তার উদ্বোধন করলেন গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলি ও গায়ানা সফররত ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।