কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল ২০২৩

443
0
daily current affairs

আন্তর্জাতিক
  • সুদানে সেনা ও অধ্যাসেনার মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় তিন দিনের যুদ্ধবিরতি ঘোষিত হল। কিন্তু বাস্তবে সংঘর্ষ থামছে না। সুদানের ন্যাশনাল পাবলিক ল্যাবরেটরিতেও হামলা চালিয়েছে কোনও একটি বাহিনী। এর মধ্যে বিভিন্ন সংস্থা থেকে শুরু হয়েছে লুঠপাট। তেল, টেলিভিশন, শিল্পজাত পণ্যের অবাধ লুঠ চলছে। চলছে চুরি, ছিনতাই । এরই মধ্যে পোর্ট সুদান থেকে ২৭৮ জন ভারতীয় জাহাজে চেপে  জেড্ডার দিকে রওনা দিয়েছেন। তাঁদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে ভারতের নৌ বাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা। সুদানে থাকা ভারতীয়দের উদ্ধার করার এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন কাবেরী’ ।
  • গত তিন মাসে ৩৭৯৩ জন শরণার্থী বেআইনিভাবে ব্রিটেনে  প্রবেশ করেছেন বলে জানালো সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। সংখ্যার হিসেবে প্রথমে আফগানিস্তানের, দ্বিতীয় স্থানে ভারতের শরণার্থীরা রয়েছেন বলে জানিয়েছে ওই মন্ত্রক।
জাতীয়
  • প্রকাশ সিং বাদল (৯৫) প্রয়াত হলেন। তিনি পাঞ্জাবের পাঁচ বারের মুখ্যমন্ত্রী। ১৯৭০ সালে তিনি পাঞ্জাবের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
  • তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও নেতৃত্বাধীন রাজ্য সরকার। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিধানসভায় অনুমোদিত বিল তিনি স্বাক্ষর না করে দীর্ঘদিন ফেলে রাখছেন। এই বিষয়ে সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব তাঁকে সিদ্ধান্ত নিতে বলল।
  • ওবিসি মুসলিম সম্প্রদায়ের জন্য ৪ শতাংশ সংরক্ষণ বাতিলের যে নির্দেশ দিয়েছিল কর্ণাটক সরকার, তার ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
খেলা
  • সুপার কাপ চ্যাম্পিয়ন হল ওড়িশা এফসি। এদিন ফাইনালে তারা ২-১ গোলে হারিয়ে দিল বেঙ্গালুরু এফসি-কে। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হলেন ওড়িশা দলের ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লিফোর্ড মিরান্ডা।
  • শচীন তেন্ডুলকর পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন। এবার তাঁর সম্মানে শারজা ক্রিকেট স্টেডিয়ামের পশ্চিম দিকের স্ট্যান্ডের নামকরণ ‘শচীন তেন্ডুলকর স্ট্যান্ড’ করা হল।
বিবিধ
  • বেলাফন্টে প্রয়াত হলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে ৯৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘জাম্প ইন দ্য লাইন’, ‘ওডস এগেইনস্ট টুমরো’, ‘দ্য ব্যানানা বোট সং’ প্রভৃতি কালজয়ী গান তাঁর সৃষ্টি। পেয়েছিলেন গ্রামি, এমি প্রভৃতি সম্মান। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্নবিদ্বেষের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করার ক্ষেত্রেও এই অশ্বেতাঙ্গ শিল্পীর অবদান চিরস্মরণীয়।