মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও একটা অভিযোগ সামনে এল। নয়ের দশকের মাঝামাঝি সময়ে তাঁর বিরুদ্ধে শারীরিক হেনস্তা ও যৌন নির্যাতনের অভিযোগ আনলেন একজন মহিলা প্রাবন্ধিক। অভিযোগকারিণী ই জিন ক্যারলের বয়স ৭৯ বছর। এখন ট্রাম্পের বয়সও ৭৬ বছর। ট্রাম্প অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তাঁর সঙ্গে ক্যারলের দেখাই হয়নি।
সুদানে গত ১১ দিনের গৃহযুদ্ধে ৪৫৯ জনের প্রাণহানির তথ্য প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। রাজধানী খার্তুম ছাড়াও বাহরি, ওমদুরমান, দারফুর, কোদরফান প্রভৃতি সেখানকার সব বড় শহরেই লড়াই চলছে সুদানিজ আর্মড ফোর্সেস আর পিড সাপোর্ট ফোর্সেস -এর মধ্যে। খার্তুমে এদিন গোলাগুলি গিয়ে পড়েছে বাংলাদেশ দূতাবাসের মধ্যে। এদিন ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে এখনও পর্যন্ত ‘অপারেশন কাবেরী’ অভিযানে ভারতের ৬৬০ জনকে উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
থাঙ্গারাজু সুপিয়ার (৪৬) নামে একজন ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর করল সিঙ্গাপুর। ২০১৭ সালেই মাদক মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
জাতীয়
দান্তেওয়ারায় পুনরায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা। ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলায় এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনই হলেন জেলা রিজার্ভ গার্ডের জওয়ান। গত পাঁচ বছরের মধ্যে দেশে যত মাওবাদী হামলার ঘটনা ঘটেছে তার তিনভাগের একভাগই ছত্তিশগড়ে ঘটেছে। তবে গোটা দেশে গত এক দশকে মাওবাদী হামলার ঘটনা হ্রাস পেয়েছে ৭৬ শতাংশ।
সমলিঙ্গ বিবাহ কে আইন সিদ্ধ করা উচিৎ কীনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদের ওপর ছেড়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে আবেদন জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।
খেলা
লা লিগায় জিরোনা ৪-২ গোলে পরাস্ত করল রিয়াল মাদ্রিদকে। ভালেন্টিন কাস্তেলানোস একাই করলেন চার চারটি গোল।
দেশের ত্রয়োদশ নবরত্ন সংস্থার স্বীকৃতি পেল রেলের অধীন আর ভি এন এল।
ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের দুটি বন্দর ব্যবহার করায় আর কোনও বাধা থাকল না। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনে স্থায়ী ট্রানজিট নির্দেশ জারি করেছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে উত্তর পূর্বের রাজ্যগুলির পণ্য পরিবহনের সময় ও অর্থ দুইয়েরই সাশ্রয় হবে।