কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ এপ্রিল ২০২৩

schedule
2023-04-29 | 08:48h
update
2023-04-29 | 08:48h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে পুনরায় ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া। এই হামলায় হতাহতের সংখ্যা সঠিক জানা না গেলেও কিয়েভে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ১৪ মাস ধরে রাশিয়ার একতরফা আক্রমণ চলছে ইউক্রেনে। একদিন আগেই এই যুদ্ধ প্রতিরোধে সদর্থক ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং।
  • ভূমিকম্প অনুভূত হল নেপালের পশ্চিম দিকে। রিখটার স্কেল অনুযায়ী এই কম্পনের তীব্রতা ছিল ৫.৯। এর ঘন্টা দেড়েক আগেও একবার কম তীব্রতার কম্পন অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৮।
  • বিবিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন রিচার্ড শার্প। তাঁর নিয়োগে ব্রিটেনের তখনকার প্রধানমন্ত্রী বরিস জনসন ভূমিকা নিয়েছিলেন । এবং পরে জনসনকে ১ মিলিয়ন ডলার ঋণ পেতে তিনি সহায়তা করেছিলেন। এই তথ্য সামনে আসার পর তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন।
Advertisement

জাতীয়
  • বিদ্বেষ মূলক ভাষণ দেওয়া হলে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে হবে বলে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০২২ সালের ২১ অক্টোবর উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড ও দিল্লি সরকারকে যে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত তা এবার দেশের সব অংশের জন্যই কার্যকর করা হল।
  • ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার বিচারের ভার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট। ওই মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি নিয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
খেলা
  • দেশের কুস্তিগীরদের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করতে বলল সর্বোচ্চ আদালত। এরপরই দিল্লির কনট প্লেস থানায় দুটি এফআইআর দায়ের করা হল ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে।
  • এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের পি ভি সিন্ধু এবং এইচ এস প্রণয়।
বিবিধ
  • মুম্বইয়ে ৬৮তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান হল। শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার পেল ‘গাঙ্গুবাই’। এই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট। তাছাড়া ‘গাঙ্গুবাই’ ছবির পরিচালক হিসেবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন সঞ্জয় লীলা বনশালী। ‘বধাই দো’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন রাজকুমার রাও। ‘ব্রহ্মস্ত্র’ ছবির ‘কেসারিয়া’ গানের জন্য শ্রেষ্ঠ নেপথ্য শিল্পীর পুরস্কার পেলেন অরিজিৎ সিং।

 

২৭ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 06:49:37
Privacy-Data & cookie usage: