কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ এপ্রিল ২০২৩

367
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়ার যুদ্ধবিমান টি ইউ ৯৫ ইউক্রেনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানা গেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ নানা জায়গায় এই হামলায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে জবাব দিলো ইউক্রেনও। এদিন রাশিয়ার তেল ভাণ্ডারে ড্রোনের সাহায্যে হামলা চালায় তারা। আগুন লেগে যায় ওই তেলের ভাণ্ডারে।
  • আরবের প্রথম মানুষ হিসেবে মহাকাশে হাঁটলেন সুলতান আল নেয়াদি। গত ২ মার্চ নাসার স্পেস এক্স ক্রু ৬ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেছিলেন তিনি। এদিন ওই স্টেশনের বাইরে দুজন মহাকাশচারী বেরিয়ে সোলার প্যানেল সারানোর কাজ করেন । প্রায় ছয় ঘন্টা ধরে এই কাজ চলে। মার্কিন মহাকাশচারী স্টিফেন বাওয়েন ও সুলতান এই কাজে সফল হয়েছেন। বাওয়েনের এটি অষ্টমবার মহাকাশ ভ্রমণ। সুলতানের তথা আরবের কোনও মানুষের ক্ষেত্রে প্রথম।
  • জনসংখ্যার নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তাদের দেশে তরুণ বয়সীদের সংখ্যা কমে গেছে। এই অবস্থায় আগামী দিনে জনসংখ্যার ভারসাম্য রক্ষা করতে অবিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন মহিলাদের আইভিএফ পদ্ধতিতে মা হওয়ার জন্য অনুমোদন দিচ্ছে চিন।
জাতীয়
  • ‘অপারেশন কাবেরী’ অভিযানে সুদান থেকে আরও ১২১ জন ভারতীয়কে উদ্ধার করল ভারতীয় বিমান বাহিনীর সি ১৩০ জে বিমান। বিদ্যুৎ বিচ্ছিন্ন শহরে রাতের অন্ধকারে নাইট ভিশন গগলস পরে সুদানের ওয়াদি সেইদনা বিমান ঘাঁটিতে বিমানটি নিরাপদে অবতরণ করান বৈমানিকরা।
  • ২০০৫ সালে উত্তরপ্রদেশের গাজীপুর এলাকায় বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে হত্যা করা হয়েছিল। সেই মামলায় উত্তরপ্রদেশের একটি আদালত গ্যাংস্টার তথা রাজনৈতিক নেতা মুখতার আনসারিকে দশ বছরের কারাদণ্ড এবং তাঁর ভাই তথা বহুজন সমাজ পার্টির সাংসদ আফজল আনসারিকে চার বছরের কারাদণ্ড দিল।
খেলা
  • প্রথম ভারতীয় হিসেবে গোল্ডেন গ্লোব রেস সম্পূর্ণ করলেন অভিলাষ টমি। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভারতীয় নৌ বাহিনীর এই অবসরপ্রাপ্ত অফিসার। জলপথে বিশ্ব পরিক্রমার এই প্রতিযোগিতা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল ফ্রান্স থেকে।
  • দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি । তাঁরা জয়ী হলে ৫৭ বছর পর এই খেতাব আসবে ভারতে। এর আগে ১৯৬৫ সালে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন দীনেশ খান্না।
বিবিধ
  • সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দ্বিতীয় পর্বের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে ৪৩ জন ১০০ পারসেন্টাইল পেয়েছে।
  • ১৪২৯ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পেলেন পূর্ণেন্দু বিকাশ সরকার। ‘গীতবিতান তথ্যভান্ডার’ গ্রন্থের সংকলন ও সম্পাদনার জন্য তিনি এই পুরস্কার পেলেন। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন ঐতিহাসিক উমা দাশগুপ্ত।