কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ এপ্রিল ২০২৩

355
0
30th July Current Affairs

আন্তর্জাতিক
  • সুদানে তিন সপ্তাহের গৃহযুদ্ধে ৫২৮ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ৪৫০০জন। খোদ সুদানের স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে। তবে হতাহতের আসল সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশ সেখান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে। এমনকি সুদানের নাগরিকরাও মিশর, চাদ ও মধ্য আফ্রিকার বিভিন্ন দেশে আশ্রয়ের আশায় পাড়ি দিচ্ছেন।
 জাতীয়
  • তেলেঙ্গানার নতুন রাজ্য সচিবালয়ের উদ্বোধন করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই সচিবালয়ের নামকরণ হয়েছে বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের নামে। এর প্রাঙ্গণে রয়েছে আম্বেদকরের ১২৫ ফুট উঁচু একটি মূর্তি। ২৮ একর জমিতে ৬ তলা, ৩৪টি গম্বুজ সমৃদ্ধ রাজ্য সচিবালয়টি তৈরি হয়েছে নিজামাবাদের নীলকণ্ঠেশ্বর মন্দির, ওয়ানাপার্থী মন্দির ও গুজরাটের সারঙপুর হনুমান মন্দিরের কিছু কিছু নকশা অনুসরণ করে।
  • পাঞ্জাবের লুধিয়ানায় বিষাক্ত গ্যাসে অন্তত ১১ জনের মৃত্যু হল। তাঁদের মধ্যে ৫ জন একই পরিবারের। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনার উৎস কি তা এখনও জানা যায়নি।
খেলা
  • এশীয় চ্যাম্পিয়ন হলেন দুজন ভারতীয়। দুবাইয়ে অনুষ্ঠিত এশীয় চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি। ১৯৬৫ সালে লখনৌতে ভারতের দীনেশ খান্না এশীয় চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে  চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১৯৬২ সাল থেকে এখনও পর্যন্ত ভারত এশীয় চ্যাম্পিয়নশিপে ১৭টি ব্রোঞ্জ পদক জিতেছে। কিন্তু সোনার পদক এল ৫৮ বছর পর। ২৫ বছরের চিরাগ শেট্টি মুম্বইয়ের  বাসিন্দা ও  ২২ বছরের সাত্ত্বিক সাইরাজ রানকি রেড্ডি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিন ফাইনালে তাঁরা মালয়েশিয়ার ওং ইউ সিন – তেও ই আই জুটিকে হারিয়ে সোনা জিতলেন।
  • শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনের রাস্তার নামকরণ করা হল ইস্টবেঙ্গল রোড নামে।
বিবিধ
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের শততম পর্ব সম্প্রচারিত হল। ২০১৪ সালের অক্টোবর মাস থেকে রেডিওতে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। মাসের শেষ রবিবার দেশবাসীর কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী, কখনও কোনও দৃষ্টান্তমূলক ঘটনা তুলে ধরেন। সরকারের অনেক পরিকল্পনা, নতুন নতুন প্রকল্পের কথাও মানুষের কাছে পৌঁছেছে  ‘মন কি বাত’ এর মাধ্যমে। এদিন রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরেও এটি শোনানো হয়েছে।
  • ‘চলো চিপকো’ আন্দোলন শুরু হয়েছে পুনেতে। পুনে শহরে মুলা ও মুথা নদীর তীরে একের পর এক গাছ কেটে ফেলার প্রতিবাদে এই আন্দোলন শুরু করেছেন সেখানকার সমাজকর্মীরা।