কারেন্ট অ্যাফেয়ার্স ১ মে ২০২৩

413
0
Current Affairs 1st April
Courtesy: The Hindu

আন্তর্জাতিক
  • ভবিষ্যতের কথা ভেবে একটি বিপদ থেকে বিশ্ববাসীকে সাবধান করে দিলেন জিওফ্রে হিন্টন। তিনি বিশ্বের একজন অগ্রগণ্য কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) বিশেষজ্ঞ। কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর পথ বাতলে তিনি পেয়েছেন একাধিক পুরস্কার। কিন্তু তিনি নিজেই এখন ভয় পাচ্ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যতে নানা অবাঞ্ছিত পরিস্থিতির মুখে পড়তে পারে। সেজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ ও ঝুঁকি নিয়ে স্পষ্ট ভাবে তথ্য জানানোর জন্য গুগল থেকেও ইস্তফা দিয়েছেন হিন্টন।তিনি যখন নিউইয়র্ক টাইমস পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলছেন , তখনই এই বিষয়টা নিয়ে সাবধানবাণী শোনাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) রিপোর্ট।  বিশ্বের প্রায় ৮০০ সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে তৈরি হয়েছে ডব্লিউইএফের একটি সমীক্ষা রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফের আলোচনাসভার ওই রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৭ সালের মধ্যে সারা বিশ্বে ৬ কোটি ৯ লক্ষ নতুন কর্মসংস্থান হবে। কিন্তু সেইসঙ্গে ৮ কোটি ৩ লক্ষ মানুষ কর্মহীনও হয়ে পড়বেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর জন্য।
  • হিন্দুদের দেবী কালীকে অপমানের অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। রাশিয়ার হানাদারির প্রতিবাদে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার হ্যান্ডলে একটি ছবি দেওয়া হয়। হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর মতো উড়ন্ত স্কার্ট ধরে থাকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর গলার মুণ্ডমালা আর  জিভ বের করা ওই নারীমূর্তির চেহারায় দেবী কালীর সাদৃশ্য খুঁজে পেয়েছেন অনেকে ।

 

জাতীয়
  • কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টি এস শিবগণনম- এর নাম বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করল কেন্দ্রীয় আইন মন্ত্রক। বিচারপতি টি এস শিবগণনমই এতদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • রামকৃষ্ণ মিশন ও মঠ -এর ১২৫ বছর পূর্ণ হল। ১৮৯৭ সালের ১ মে কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ পরমহংস দেবের ভক্তদের নিয়ে একটি সভায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এই ১২৫ বছরে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ৩২১ শাখা কেন্দ্র গড়ে তোলা হয়েছে।
  • নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ণ হল দেশের প্রথম ঝুলন্ত রেলওয়ে সেতু নির্মাণের কাজ। কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপনদী অন্জির গিরিখাতের ওপর এই সেতু উধমপুরের সঙ্গে বারামুলাকে যোগ করবে। ৩৩১ মিটার গভীর নদীখাতের ওপর ৪৭৩ মিটার লম্বা এই সেতুটি একটি মাত্র স্তম্ভের ওপর দাঁড়িয়ে। এখানে ব্যবহার করা হয়েছে কেবল সিস্টেম।
খেলা
  • ইউরোপীয় ক্লাব ফুটবলে ৯২ বছরের রেকর্ড ভেঙে দিলেন আর্নল্ড হল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এদিনও ম্যানচেস্টার সিটির হয়ে তিনি গোল করলেন ফুলহ্যামের বিরুদ্ধে। তিনি এই মরসুমে তিনি ৪৪ ম্যাচে ৫৯ গোল করে ফেললেন। মরসুমের দ্রুততম ৫০ গোলের নজির গড়েছেন হল্যান্ড। এর আগে ১৯৩১ সালে অ্যাস্টন ভিলার হয়ে দ্রুততম ৫০ গোল করেছিলেন তম পনগো ওয়ার্নিং ।
 বিবিধ
  • দেশে জিএসটি সংগ্রহের নতুন রেকর্ড স্থাপিত হল। এপ্রিল মাসে দেশে মোট জিএসটি আদায় হয়েছে ১,৮৭,০৩৫ কোটি টাকা। জিএসটি চালু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ আদায়। গত বছর এপ্রিল মাসে ১.৬৮ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহ করা হয়েছিল যা এতদিন ছিল সর্বোচ্চ। এক বছর আগের এপ্রিল মাসের থেকে এই আদায় ১২শতাংশ বেশি। অন্যদিকে আর একটি রের্কড স্থাপিত হয়েছে এপ্রিল মাসের ২০ তারিখে। দৈনিক সর্বোচ্চ জিএসটি আদায় হয়েছে ওইদিন। সেদিন একদিনে ৯.৮ লক্ষ লেনদেন হয় এবং সংগৃহীত হয় ৬৮২২৮ কোটি টাকা।