আন্তর্জাতিক
- নিজেদের টুইটার হ্যান্ডেলে রাশিয়ার আগ্রাসন বোঝাতে একটি ছবি ব্যবহার করেছিল ইউক্রেন। তাতে দেবী কালীকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসন্তোষ প্রকাশ করেছেভারতের বিদেশ মন্ত্রকও। এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী এমাইনে ঝাপারোভা।
- পুনরায় তথ্য গোপনের অভিযোগ উঠল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির বিরুদ্ধে। ব্রিটেনে ‘স্টাডি হল’ নামে একটি শিক্ষা প্রযুক্তি বিষয়ক সংস্থার অন্যতম শেয়ার হোল্ডার হলেন অক্ষতা। তিনি ‘ক্যাটামেরন ভেঞ্চারস’ সংস্থার নামে ওই শেয়ার কিনেছিলেন। কিন্তু সংস্থাটি যে সরকারি অনুদানে আর্থিক দিক থেকে লাভবান হচ্ছে তা গোপন করে গেছেন। অথচ গত বছরে এই সংস্থা ব্রিটিশ সরকারের থেকে সাড়ে তিন লক্ষ পাউন্ড অনুদান পেয়েছিল।
- পাকিস্তানের পেশোয়ারে অভিনেতা রাজ কাপুরের পৈতৃক ভিটেকে ২০১৬ সালে জাতীয় স্মারক হিসেবে ঘোষণা করেছিল সেখানকার খাইবার পাখতুনখোয়া সরকার। ‘কাপুর হাভেলি’ নামে ওই বাড়ির মালিকানা দাবি করে সাঈদ মহম্মদ নামে এক ব্যক্তির করা মামলা খারিজ করে দিল পেশোয়ার হাইকোর্ট।
জাতীয়
- ১৯৯৯ সালে জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ( এনসিপি ) তৈরি করেছিলেন শারদ পাওয়ার। গত ২৪ বছর ধরে তিনিই দলের সভাপতি। এবার সেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এদিন মুম্বইয়ে আত্মজীবনী ‘লোক মাজে সঙ্গতি’ এর দ্বিতীয় সংস্করণের প্রকাশ অনুষ্ঠানে তিনি আচমকা এই ঘোষণা করেন পাওয়ার।
- সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির ( পিএসি ) চেয়ারম্যান নিযুক্ত হলেন অধীর রঞ্জন চৌধুরী। এই নিয়ে তিনি ৫ বার পিএসি চেয়ারম্যান পদে বসলেন।
- প্রয়াত হলেন বিশিষ্ট সমাজসেবী অরুণ গান্ধি (৮৯)। তিনি মোহনদাস করম চাঁদ গান্ধির নাতি।
খেলা
- টেস্ট ক্রিকেটে আইসিসি বিশ্ব রাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এল ভারত। এই তালিকায় প্রথম পাঁচটি দেশ হল যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
- লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য সাসপেন্ড করল তাঁর দল পিএসজি। দলের অনুমতি ছাড়া ছুটি কাটাতে সৌদি আরবে চলে গেছেন মেসি। এদিকে এ মরসুমে ফরাসি লিগ, ফরাসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছে পিএসজি।
- লখনৌ এর একনা স্টেডিয়ামে বেনজির বাদানুবাদে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে ছিলেন দুজনেই। ২০১৩ সালে চিন্নাস্বামী স্টেডিয়ামেও আইপিএল চলার সময় দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন।
বিবিধ
- বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ। পারষ্পরিক সম্মতি থাকলে ছয় মাসের বাধ্যতামূলক আলাদা থাকা প্রয়োজনীয় নয় বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এক্ষেত্রে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ১৩/ বি ২ উপধারা প্রযুক্ত হবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
- বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণিঝড় উৎপত্তির সম্ভাবনা দেখা দিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘মোখা’। এই নামকরণ করেছে ইয়েমেন। সেখানকার প্রাচীন বন্দর শহর ছিল মোখা।
- দীর্ঘ দু বছর বন্ধ থাকার পর এবছর পুনরায় পাকিস্তানের বেলুচিস্তানের লাসবেলা এলাকার প্রাচীন মন্দিরে হিংলাজ উৎসব পালিত হল।