আন্তর্জাতিক
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাসাদে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠল ইউক্রেনের বিরুদ্ধে। ক্রেমলিনের সিটাডেলে পুতিনের বাসভবনে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করল রাশিয়া। তবে সঠিক সময়ে সেগুলো ধ্বংস করে দেওয়ার ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। চোদ্দো মাস ধরে চলছে রুশ ইউক্রেন দ্বন্দ্ব। এই হামলা পরিকল্পনা মাফিক সন্ত্রাসী হামলা হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে রাশিয়া।
- সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ে গোটা বিশ্বে সমীক্ষা চালিয়ে একটি তালিকা প্রকাশ করে ‘দ্য রিপোর্টার্স উইদাউট বর্ডারর্স’। তাদের এবছরের তালিকায় ১৮০টি দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে নরওয়ে, সর্বশেষ স্থানে আছে উত্তর কোরিয়ার নাম। তালিকায় ভারত ১৬১ তম স্থানে রয়েছে । ২০২১ ও ২০২২ সালে ভারতের ক্রম ছিল যথাক্রমে ১৪১ এবং ১৫০ । পাকিস্তানের ক্রম ১৫৭। শ্রীলঙ্কা, ভুটান, বাংলাদেশের ক্রম যথাক্রমে ১৩৫, ৯০, ১৬৩।
জাতীয়
- দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট যে ১৯১১ জন অশিক্ষক কর্মী, শিক্ষক, শিক্ষিকার চাকরি বাতিল করেছিল সেই রায়ের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এদিকে ২০২০ সালের বন সহায়ক পদে নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগে ওই নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।
- তিহার কারাগারে বন্দীদের হাতে খুন হয়ে গেলেন অন্য এক বন্দি তথা কুখ্যাত অপরাধী সুনীল তাজপুরিয়া ওরফে টিল্লু।
খেলা
- এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচে মোহনবাগান টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে দিল হায়দরাবাদ এফসি- কে। এই জয়ের ফলে পরের মরসুমে এএফসি কাপের প্রাথমিক পর্বে খেলার ছাড়পত্র পেল তারা।
বিবিধ
- মুখ থুবড়ে পড়ল ভারতের সস্তার উড়ান সংস্থা গো ফার্স্ট। সংস্থাটিকে বাঁচাতে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন সংস্থার সিইও কৌশিক খোনা। নিজেদেরকে কার্যত দেউলিয়া ঘোষণা করেছে তারা। রাষ্ট্রায়ত্ত সেন্ট্রাল ব্যাঙ্কে তাদের ঋণের পরিমাণ ১৩০৫ কোটি টাকা। দেশে তিন দশক আগে বেসরকারি উড়ান পরিবহন পরিষেবা শুরুর পর ২৭টি সংস্থা হয় বন্ধ হয়ে গেছে নতুবা অন্য সংস্থার সঙ্গে মিশে গেছে।
- বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত এই পদে বসছেন। তিনি মাস্টার কার্ডের প্রাক্তন সিইও।