কারেন্ট অ্যাফেয়ার্স ৪ মে ২০২৩

418
0
daily current affairs

আন্তর্জাতিক
  • সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) কনক্লেভ শুরু হল। এই সম্মেলনে যোগ দিতে ভারতে এলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল আলি ভুট্টো। ২০১১ সালে হিনা রব্বানি খার ১২ বছর পর ফের কোন পাক বিদেশমন্ত্রী কূটনৈতিক সফরে ভারতে এলেন। মূল বৈঠকের অবসরে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
  • ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রথা অনুযায়ী ব্রিটেনের রাজা হলেন চার্চ অব ইংল্যান্ডের প্রধান এবং খ্রিস্টধর্মের রক্ষাকর্তা। কিন্তু তৃতীয় চার্লস সব ধর্মের রক্ষাকর্তা হিসেবে নিজেকে মেলে ধরতে চাইছেন। অভিষেক অনুষ্ঠানের পৌরহিত্য করবেন আর্চ বিশপ অব ক্যান্টারবেরি রেভারেন্ড জাস্টিন ওয়েলবি।    তাঁর অভিষেক অনুষ্ঠানে বাইবেল পাঠ করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত সুনক হিন্দু ধর্মের মানুষ। ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসকে অভিষেক অঙ্গুরীয় পরিয়ে দেবেন লর্ড বাবুভাই প্যাটেল। তিনিও ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু ধর্মের মানুষ।তাঁর হাতে ব্রেসলেট তুলে দেবেন পাক বংশোদ্ভূত ইসলাম ধর্মের মানুষ লর্ড সৈয়দ কামাল। তাঁকে অভিষেক দস্তানা পরিয়ে দেবেন ভারতীয় বংশোদ্ভূত শিখ  ধর্মের মানুষ লর্ড ইন্দ্রজিৎ সিং। রাজা যাঁদের সম্ভাষণ জানাবেন তাঁদের মধ্যে রয়েছেন ইহুদি, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, শিখসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি স্কুলে হামলা চালালো একজন আততায়ী। আট জন শিক্ষককে সে গুলি করে হত্যা করেছে। সেকেন্ডারি স্তরের বোর্ড পরীক্ষা চলার সময় এই হামলা ঘটে।
জাতীয়
  • টানা কয়েকদিন ধরে আন্দোলন চলছিল মণিপুরে। এদিন হিংসা ব্যাপক আকার ধারণ করায় সেনা নামাতে হল সেখানকার আটটি জেলায়। দেখা মাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে। ৫৫ কলাম সেনা মোতায়েন করা হয়েছে। পাঁচ দিনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মণিপুরের মেইতেই সম্প্রদায়ের মানুষরা তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য এই আন্দোলনের সূচনা করেছিলেন। রাজ্যের ৬৪ শতাংশ মানুষ হলেন মেইতেই সম্প্রদায়ের। কিন্তু তাঁদের হাতে মাত্র ১০ শতাংশ জমি রয়েছে। রাজ্যে আদিবাসীদের জন্য সংরক্ষিত জমি কেনার অধিকার নেই তাঁদের। কিন্তু তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি পেলে সেই অধিকার মিলবে। পাশাপাশি মিলবে শিক্ষা ও কর্মক্ষেত্রগুলিতে সংরক্ষিত আসনের সুযোগ। কিন্তু তাঁদের এই দাবির বিরোধিতা করছে নাগা ও কুকি উপজাতির মানুষ। দফায় দফায় সংঘর্ষও হয়েছে। সংঘর্ষে ঘরছাড়া হয়েছেন ৯০০০ জন। গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু সরকারি অফিস। আন্দোলন শুরু হয়েছিল চূড়াচাঁদপুর জেলা থেকে। এখন যে আট জেলার পরিস্থিতি উদ্বেগজনক সেগুলি হল চূড়াচাঁদপুর, কাংকোকপি, তেঙনৌপাল, পশ্চিম ইম্ফল, কাকচিং, থৌবল, জিরিবাম ও বিষ্ণুপুর।
  • পাকিস্তানের কাছে গুরুতর সামরিক তথ্য পাচারের অভিযোগে ডিআরডিও-এর বিজ্ঞানী প্রদীপ কুরুলকরকে (৬০) গ্রেপ্তার করল মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা। তিনি পুনেতে ডিআরডিও-এর ক্ষেপণাস্ত্র বিভাগে কর্মরত ছিলেন।
খেলা 
  • ইংলিশ প্রিমিয়ার লিগে এক মরসুমে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড গড়লেন ম্যানচেস্টার সিটি দলের আর্লিং হাল্যান্ড। তিনি ৩৩ টি ম্যাচে ৩৫টি গোল করে ফেললেন। নরওয়ের এই স্ট্রাইকার ভাঙলেন অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারারের রেকর্ড।তাঁরা যথাক্রমে ৪২ ও ৪০ টি ম্যাচে এই রেকর্ড করেছিলেন। ওয়েস্ট হ্যামকে তাঁর দল ৩-০ গোলে হারানোর দিনে তিনি এই রেকর্ড গড়লেন। দলের সদস্যরা তাঁকে গার্ড অব অনার দেয়। ২২ বছরের হ্যাল্যান্ড আরও৫টি ম্যাচ খেলে নিজের রেকর্ডকে উন্নত করতে পারবেন।
 বিবিধ
  • পশ্চিমবঙ্গের ৬১৪ টি মাদ্রাসার শিক্ষক পদে ১৭২৯টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। শেষবার ২০১৩ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিল।
  • অল ইন্ডিয়া রেডিও- শব্দ ব্যবহার আর হবে না। এখন থেকে ব্যবহার করা হবে ‘আকাশবাণী’। ১৯৯০ সালের প্রসার ভারতী আইন মেনে এই ঘোষণা করলেন আকাশবাণীর ডিরেক্টর জেনারেল বসুধা গুপ্ত। প্রসঙ্গত, আকাশবাণী নাম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া।
  • ৪১ বছরের মধ্যে মে মাসের সবচেয়ে ঠান্ডা দিন কাটলো দিল্লি। এদিন সকালে সেখানকার তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।