কারেন্ট অ্যাফেয়ার্স ৬ মে ২০২৩

371
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ব্রিটেন ও ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাজা হিসাবে অভিষেক সম্পন্ন হল তৃতীয় চার্লসের। ৭৪ বছর বয়সে তিনি সিংহাসনে বসলেন। ব্রিটেনের রাজপরিবারের ইতিহাসে সবথেকে প্রবীণ বয়সে তৃতীয় চার্লস অভিষিক্ত হলেন। প্রায় আট মাস আগে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরেই তিনি উত্তরাধিকার সূত্রে রাজা হয়েছিলেন। এদিন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করা হল রাজবাড়ির ঐতিহ্য ও ধর্মীয় প্রথা মেনে। আর্চবিশপ অব ক্যান্টারবেরি রেভারেন্ড জাস্টিন ওয়েলবি চার্লসকে রাজা হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। এরপরে বাইবেল ছুঁয়ে শপথ নেন চার্লস। তাঁর মাথায় রাজমুকুট অর্থাৎ সেন্ট এডওয়ার্ডস ক্রাউন পরিয়ে দিলেন আর্চবিশপ। তাঁর স্ত্রী ক্যামিলাকে পরানো হল কুইন মেরির মুকুট। এই মুকুট থেকে আগেই খুলে ফেলা হয়েছিল  কোহিনুর মণি। তার পরিবর্তে মুকুটে লাগানো হয়েছে দক্ষিণ আফ্রিকার কালিনান হিরে। কোহিনুর হিরের ওপর ভারতের দাবি সংক্রান্ত বিতর্ক এড়াতে এই পরিবর্তন করা হয়েছে।  অভিষেক অনুষ্ঠানে প্রথা ভেঙে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে। এদিন অভিষেক মুহূর্তে বাইবেল পাঠ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তৃতীয় চার্লসকে অভিষেক অঙ্গুরীয় পরিয়ে দিলেন লর্ড বাবুভাই প্যাটেল। তাঁর হাতে ব্রেসলেট তুলে দিলেন পাক বংশোদ্ভূত লর্ড সৈয়দ কামাল। তাঁকে অভিষেক দস্তানা পরিয়ে দিয়েছেন  লর্ড ইন্দ্রজিৎ সিং। এঁদের মধ্যে সৈয়দ কামাল পাক বংশোদ্ভূত ও ইসলাম ধর্মের মানুষ। ঋষি সুনক ও লর্ড বাবুভাই প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত  হিন্দু ধর্মের মানুষ।লর্ড ইন্দ্রজিৎ সিং ভারতীয় বংশোদ্ভূত শিখ  ধর্মের মানুষ। রাজা সম্ভাষণ জানিয়েছেন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, শিখসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের। অনুষ্ঠান শেষে ওয়েস্টমিনস্টার অ্যাবির ঘণ্টা বেজে ওঠে। তারপর রাজ পরিবারের গোল্ড স্টেট কোচ-এ চেপে শোভাযাত্রা করে বাকিংহাম প্রাসাদে ফেরেন চার্লস ও ক্যামিলা। এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়,ফ্রান্সের রাষ্ট্রপতি   ইমানুয়েল মাকরঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন, ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সহ অন্তত ১০০ টি দেশের রাষ্ট্রপ্রধানরা।৭০ বছর পর রাজ্যাভিষেক অনুষ্ঠান প্রত্যক্ষ করল ব্রিটেন। এজন্য বিপুল পরিমান অর্থ খরচ হয়েছে জনগণের দেওয়া রাজস্ব থেকে। এর বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। রাজ্যাভিষেকের অনুষ্ঠান শুরুর আগেই লন্ডনে অন্তত ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সকলেই রাজতন্ত্র-বিরোধী রিপাবলিক দলের সদস্য। ওই দলের নেতা গ্রাহাম স্মিথকেও আটক করা হয়েছে ।তাঁরা ব্রিটেন থেকে রাজতন্ত্রের অবসান দাবি করেছেন।

 

জাতীয়
  • মণিপুরে হিংসা অব্যাহত রয়েছে। অন্তত ৫৫ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। পাঁচ শতাধিক বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ যাঁরা দেখাচ্ছেন তাঁদের হাতে খুন হয়ে গেলেন সিআরপিএফ-এর একজন কোবরা কম্যান্ডার ও একজন আয়কর আধিকারিক।
  • পাকিস্তানের লাহোরে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করল খালিস্তানি জঙ্গি পরমজিৎ সিং পঞ্জওয়ারকে। মাদক ও অস্ত্র পাচার মামলাতেও ভারতে তিনি অভিযুক্ত ছিলেন।
খেলা
  • এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিদ্যারানি দেবী। মহিলাদের ৫৫ কেজি বিভাগে তিনি ১৯৪ ( ৮৩+১১১) কেজি ভার তুলে রুপোর পদক জিতলেন।
  • গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছেন দেশের কুস্তিগিরদের একটা বড় অংশ। জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। এবার তাঁরা অভিযোগ নিয়ে মহাপঞ্চায়েত ডাকলেন।
 বিবিধ
  • বিহার সরকারকে ৪০০০ কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত। বিহারে কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণ হচ্ছে না। রোজ মজুত হচ্ছে ৪০৭২ মেট্রিক টন বর্জ্য। মজুত হয়ে রয়েছে ১১ লক্ষ ৭৪ হাজার মেট্রিক টন বর্জ্য। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। এই সব বর্জ্যকে সারে পরিণত করার প্রযুক্তি রূপায়ণে জোর দিয়েছে আদালত।
  • গত ২৩ এপ্রিল নাগপুর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের মধ্যে মাঝ আকাশে একজন মহিলা যাত্রীকে একটি কাঁকড়া বিছে কামড়েছে বলে জানা গেছে। তিনি এখন বিপন্মুক্ত।