কারেন্ট অ্যাফেয়ার্স ৭ মে ২০২৩

352
0
daily current affairs

আন্তর্জাতিক
  • আবারও নির্বিচারে গুলিবর্ষণের সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্র। ডালাসের কাছে নর্থ অ্যালেন প্রিমিয়াম আউটলেট নামে একটি শপিং মলে একজন আততায়ীর গুলিতে প্রাণ হারালেন অন্তত ৮ জন। পুলিশের গুলিতে আততায়ীরও মৃত্যু হয়। এক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের গুলিতে প্রাণহানির এটি দ্বিতীয় ঘটনা। গত সপ্তাহে টেক্সাসে এভাবেই প্রাণ গেছে ৫ জনের।
  • চিন ও পাকিস্তানের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্প আফগানিস্তানেও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিবান নেতৃত্বের উপস্থিতিতে ইসলামাবাদে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল আলি ভুট্টো ও চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। ভারতে সাংহাই কো অপারেশনের বৈঠকের পরই পাকিস্তানে উড়ে যান চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং। ওই বৈঠকে প্রায় পায়ে পা লাগিয়ে ভারতের সঙ্গে সম্পর্ককে তিক্ত করে তোলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল আলি ভুট্টো। সেই বিষয়ে ভুট্টোর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
জাতীয়
  • দেশে ২০২৪ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ পরিচালনা করবেন মহিলারা। সেনা বাহিনী, আধা সেনা বাহিনীর কুচকাওয়াজ, সরকারি সংস্থার ট্যাবলো সবেতেই কেবল মহিলারাই থাকবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালে প্রথমবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তিন সেনা বাহিনীর মহিলা সেনারা অংশ নিয়েছিলেন।
  • কেরলে হাউসবোট উল্টে প্রাণ হারালেন অন্তত ২০ জন। মলপ্পুরম জেলার তানুরে থুভাল থিরাপ পর্যটন কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে।
  • মণিপুরে অসামান্য সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন কুকি মহিলারা। কুকি হামলাকারীদের হাত থেকে মেইতেইদের বাঁচাতে তাঁরা মানবশৃঙ্খল গড়ে তোলেন। মণিপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হোস্টেলে কুকি ছাত্রীদের ওপর হামলা করতে আসা মেইতেই দুষ্কৃতীদের রুখে দেন মেইতেই ছাত্রীরা। এদিকে মণিপুরে আদৌ ৩৫৫ ধারা প্রয়োগ করা হয়নি বলে দাবি করলেন ওই রাজ্যের সুরক্ষায় থাকা সিআরপিএফ-এর প্রাক্তন প্রধান কুলদীপ সিং।
খেলা
  • কোপা দেল রে চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এদিন সেভিয়ার মাঠে খেতাবি লড়াইয়ে তারা ২-১ গোলে হারিয়ে দিল ওসাসুনাকে। এই নিয়ে ২০ বার কোপা দেল রে চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। শেষবার ২০১৪ সালে তারা এই খেতাব জিতেছিল। এদিন রিয়ালের হয়ে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রডরিগো।
  • দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের মহা পঞ্চায়েতে যোগ দিলেন অসংখ্য কৃষকও। সেখান থেকে দাবি উঠল, ৩১ মে-এর মধ্যে গ্রেপ্তার করতে হবে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংকে।
 বিবিধ
  • ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে সোনার আমদানি হয়েছে ৩৫০০ কোটি ডলারের। এই অঙ্ক তার আগের বছরের তুলনায় ২৪.১৫ % কম।
  • নির্বিঘ্নে সম্পন্ন হলে নিট। দেশে চিকিৎসা বিদ্যা পাঠের এই প্রবেশিকা পরীক্ষায় বসেছেন ১৮.৭২ লক্ষ পরীক্ষার্থী। ২০১৮ সালে পরীক্ষার্থী ছিল ১২.৬৯ লক্ষ।