কারেন্ট অ্যাফেয়ার্স ৮ মে ২০২৩

399
0
daily current affairs

আন্তর্জাতিক
  • দক্ষিণ পেরুতে আরেকুইপা সোনার খনির ভিতরে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন খনি শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ ফুট গভীরে কাজ করার সময় তাঁরা আগুনে আটকে পড়েছিলেন। এই ঘটনায় ১৭৫ জন শ্রমিককে উদ্ধার করতে সমর্থ হয়েছে প্রশাসন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত সপ্তাহে জনৈক আততায়ীর গুলিতে নিহতদের মধ্যে রয়েছেন একজন ভারতীয় তরুণীও। তাঁর নাম তাটিকোন্ডা ঐশ্বর্য রেড্ডি, বয়স ২৭ বছর। তিনি ইঞ্জিনিয়ারিং পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করতেন। তাঁর বাবা টি নারসি রেড্ডি তেলেঙ্গানার রঙ্গরেড্ডি জেলা আদালতের একজন বিচারক।
 জাতীয়
  • বিশ্বের সবথেকে হালকা ও নমনীয় ধাতু লিথিয়ামের খোঁজ মিলল রাজস্থানে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সমীক্ষা চালিয়ে নিশ্চিত করেছে, নাগৌর জেলার দেগানা এলাকায় বিপুল পরিমাণ লিথিয়াম সঞ্চিত রয়েছে। জম্মু ও কাশ্মীরে ৫৯ লক্ষ টন লিথিয়ামের যে সঞ্চয় আবিষ্কৃত হয়েছে রাজস্থানে তার থেকেও বেশি লিথিয়াম সঞ্চিত আছে বলে জানা গেছে।
  • কেরলে হাউসবোট ডুবে প্রাণহানির সংখ্যা বেড়ে হল ২২। মল্পপুরম জেলার তানুরে থুভাল থিরাপ পর্যটন কেন্দ্রে পুরাপুঝা নদী ও আরব সাগরের মোহনার কাছে দোতলা হাউসবোটটি উল্টে যায় ও পরে তলিয়ে যায়। অতিরিক্ত যাত্রী থাকায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
খেলা
  • মাদ্রিদ ওপেন প্রতিযোগিতায় গত বারের মতো এবারও চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। ফাইনালে তিনি হারালেন লেনার্ড স্ট্রুফকে।
  • বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টার ফাইনালে হার মানলেন ভারতের প্রতিনিধি সৌরভ ঘোষাল।
 বিবিধ
  • প্রয়াত হলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। বেশ কিছু দিন ধরেই ফুসফুস, শ্বাসনালির সংক্রমণ, সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন কলকাতার অ্যাপোলো হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ১৯৪৪ সালের মার্চ মাসে উত্তরবঙ্গে জন্ম তাঁর।  উত্তরবঙ্গের ডুয়ার্সেই কেটেছে তাঁর ছাত্রজীবন। তারপর ভর্তি হন কলকাতার স্কটিশচার্চ কলেজে। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র ছিলেন তিনি। পরে এম এ পড়েন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সমরেশ মজুমদারের অসামান্য সৃষ্টি তাঁর বিখ্যাত উপন্যাস চতুষ্টয়  ‘উত্তরাধিকার’ ,‘কালবেলা’, ‘কালপুরুষ’, ‘মৌষলকাল’ ।  বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক ক্লাসিক হিসেবে তা স্বীকৃত। কলকাতায় সাতের দশকে নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা ‘কালবেলা’ উপন্যাসের জন্য ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। পেয়েছেন আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কারও। তাঁর লেখা অন্যান্য উপন্যাসের মধ্যে ‘সাতকাহন’  ‘গর্ভধারিনী’, ‘দিন যায় রাত যায়’, ‘বুনো হাঁস’, ‘উনিশ বিশ’, ‘ফেরারি’, ‘বন্দিনীবাস’ উল্লেখযোগ্য। প্রথম উপন্যাস ‘দৌড়’। দেশ-এ প্রকাশিত প্রথম গল্প ‘অন্তর আত্মা’।  ছোটদের নিয়ে লেখা রহস্য রোমাঞ্চ কাহিনীর নায়কের নাম অর্জুন।  এইরকম কিছু বিখ্যাত গল্প হল‘খুঁটিমারি রেঞ্জ’, ‘খুনখারাপি’, ‘কালিম্পং-এ সীতাহরণ’ প্রভৃতি। টেলিভিশনে প্রথম প্রচারিত বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’ এরও লেখক তিনি।