কারেন্ট অ্যাফেয়ার্স ৯ মে ২০২৩

448
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ইসলামাবাদে খোদ হাইকোর্টের ভিতর থেকে আদালত কক্ষের জানলা ভেঙে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলে নিয়ে গেল সেদেশের আধা সেনা বাহিনী পাক রেঞ্জার্স। ইমরান খানের বিরুদ্ধে ১৪০টি মামলা করেছে পাকিস্তানের বর্তমান সরকার। এইরকম একটি মামলার সূত্রেই লাহোর থেকে ইসলামাবাদ পৌঁছেছিলেন ইমরান খান। তিনি যখন আদালতের বায়োমেট্রিক কক্ষে তখন সেখানে ঢুকে তাঁকে আঘাত করা হয় ও কলার ধরে টেনে তোলা হয় সাঁজোয়া গাড়িতে। তারপর নিয়ে যাওয়া হয় কোনও অজ্ঞাত স্থানে। এরপরই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ – এর সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় রেঞ্জার্স বাহিনীর। লাহোর, রাওয়ালপিন্ডিতে সেনা দপ্তরের মূল ফটক ভেঙে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভ সমাবেশ হয়েছে গোটা পাকিস্তানেই। আদালত থেকে ইমরানকে তুলে নিয়ে যাওয়া নিয়ে সরকারের জবাব চায় ইসলামাবাদ হাইকোর্ট। এরপর পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ‘ন্যাব’ ঘোষণা করে, আল কাদির ট্রাস্ট জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইমরানকে। এই গ্রেপ্তারিকে বৈধ বলে মেনে নিলেও গ্রেপ্তার করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে ইসলামাবাদ হাইকোর্ট। এদিকে আল কাদির ট্রাস্ট জমি দুর্নীতি মামলায় ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি ও অন্যান্যদের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি পাকিস্তানি রুপির দুর্নীতির অভিযোগ করা হয়েছে। পাকিস্তানে কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার ঘটনা অবশ্য এই প্রথম নয়। ১৯৬২ সালে হুসেন শহিদ সুরাবর্দি, ১৯৭৭ সালে জুলফিকার আলি ভুট্টো, ১৯৮৫ সালে বেনজির ভুট্টো, ১৯৯৯ সালে নওয়াজ শরিফ ও ২০২০ সালে শাহবাজ শরিফ গ্রেপ্তার হয়েছিলেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করল ম্যানহাটনের একটি আদালত। ১৯৯৬ সালে ম্যানহাটনে লেখিকা ও সাংবাদিক ই জিন ক্যারলকে যৌন নির্যাতনের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
জাতীয়
  • মধ্যপ্রদেশে সেতু থেকে নদীতে ছিটকে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। গরমে নদীতে জল না থাকলেও তার শুকনো চড়ায় পরে বাসটি দুমড়ে মুচড়ে যায়। মধ্যপ্রদেশের খারগোন জেলার দস্যাঙ্গা সেতুর রেলিং ভেঙে বাসটি নীচে গিয়ে পড়ে।
  • দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করে ছড়িয়ে দেওয়ার মামলায় আফতাব পুনওয়ালার বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত।
  • দক্ষিণ আফ্রিকা থেকে এনে কুনো জাতীয় অরণ্যে ছাড়া একটি চিতার মৃত্যু হল। তার নাম দক্ষ। দেড় মাসে এই নিয়ে কুনোয় তিনটি চিতার প্রাণহানি হল।
খেলা  
  • চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ ড্র ( ১-১) করল রিয়াল মাদ্রিদ।
  • পরের মরসুমে প্যারিস সাঁ জা দলে লিওনেল মেসি আর খেলবেন না বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে ফাইনালে হারিয়ে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্বের সূচনা। মেসিকে সৌদি আরবে খেলার জন্য আল হিলাল ক্লাব ৫২২ ইউরোর ( ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬৯১ কোটি টাকা ) প্রস্তাব দিল। অবশ্য তাঁর পুরনো ক্লাব বার্সেলোনাও মেসিকে দলে পেতে চাইছে বলে জানা গেছে।
 বিবিধ 
  • রাজস্থানে লিথিয়ামের বিপুল সঞ্চয়ের খোঁজ মিলেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভুয়ো বলে জানালো জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। এই সংবাদে জিওলজিক্যাল সার্ভেকেই উদ্ধৃত করা হয়েছিল।
  • বিজয় দিবস পালন করল রাশিয়া। ১৯৪৫ সালের ৯ মে জার্মানির নাৎসি বাহিনীর পরাজয় হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছে। এবছর যখন এই অনুষ্ঠান হচ্ছে তখন প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ১৫ মাস ধরে যুদ্ধ চলছে।
  • যথাযথ মর্যাদায় পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী।