কারেন্ট অ্যাফেয়ার্স ১১ মে ২০২৩

465
0
daily current affairs

আন্তর্জাতিক
  • পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লাহোর হাইকোর্ট থেকে গ্রেপ্তারের ঘটনাকে বেআইনি বলে রায় দিল পাক সুপ্রিম কোর্ট। গত ৯ মে ইসলামাবাদে খোদ হাইকোর্টের ভিতর থেকে কোনও আগাম নোটিশ ছাড়াই আদালত কক্ষের জানলা ভেঙে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলে নিয়ে গিয়েছিল সেদেশের আধা সেনা বাহিনী পাক রেঞ্জার্স। বিষয়টি নিয়ে মামলা হয়। আদালত ইমরানের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুললে পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ‘ন্যাব’ ঘোষণা করে, আল কাদির ট্রাস্ট জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইমরানকে। ন্যাব এর মামলার জন্য পাক রেঞ্জার্স বাহিনী কেন তাঁকে অপহরণের কায়দায় গ্রেপ্তার করল, সেই প্রশ্নও তুলেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। ইমরান খানের বিরুদ্ধে ১৪০টি মামলা করেছে পাকিস্তানের বর্তমান সরকার। এইরকম একটি দুর্নীতির মামলায়  ইসলামাবাদ হাইকোর্টে পুনরায় ইমরান খানকে হাজিরা দিতে বলেছে আদালত। এদিকে পাকিস্তানের নানা জায়গায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ – এর সমর্থকদের সঙ্গে পুলিশ ও সেনা বাহিনীর সংঘর্ষে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।
  • পুনরায় ইউক্রেনের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। সাঁজোয়া বাহিনী ও বায়ুসেনা একযোগে তীব্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৬ জন অসামরিক ব্যক্তির প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার প্রস্তাব অনুমোদন করল ব্রিটেন।
জাতীয়
  • দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নর ও মুখ্যমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব অবশেষে মিটল বলে মনে করা হচ্ছে । দিল্লিতে আমলাদের নিয়োগ নিয়ন্ত্রণ করবে নির্বাচিত রাজ্য সরকার এবং পুলিশ, আইন শৃঙ্খলা, ভূমি দপ্তর থাকবে লেফটেন্যান্ট গভর্নর তথা কেন্দ্রীয় সরকারের হাতে। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এদিন এই রায় দিয়েছে। এর ফলে আট বছর ধরে চলা আপ নেতৃত্বাধীন দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের দ্বন্দ্ব মিটবে বলে আশা করা হচ্ছে।
  • মহারাষ্ট্রে ২০২২ সালের ২০ জুন উদ্ধব থ্যাকারে সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিধায়ক একনাথ শিন্ডে। তখন মুখ্যমন্ত্রী উদ্ধব  থ্যাকারেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোট নিতে নির্দেশ দিয়েছিলেন মহারাষ্ট্রের তখনকার রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়ি। সেই সিদ্ধান্ত বেআইনি ছিল বলে এদিন রায় দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ।
  • কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম পর্বের ম্যাচে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে দিল ইন্টার।
  • উজবেকিস্তানের বাকুতে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপ শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারতের দিব্যা টি এস এবং সরবজিৎ সিং জুটি সোনার পদক জিতল। এই নিয়ে সরবজিৎ সিং পরপর দুটি আইএসএসএফ বিশ্বকাপ শুটিংয়ে সোনার পদক জিতলেন।
 বিবিধ
  • চিকিৎসা বিদ্যায় ডিপ্লোমা পাঠক্রম চালুর পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলা বৈঠকে তিনি এই প্রস্তাব পেশ করেন।
  • রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি । ভারতীয়দের মার্কিন  যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে সময় কমিয়ে আনার ক্ষেত্রে তিনি জোর দেবেন বলে জানিয়েছেন।