আন্তর্জাতিক
- সেনা দিবস পালিত হল মায়ানমারে। ১৯৪৫ সালের ২৭ মার্চ জাপানের আগ্রাসন রুখতে লড়াই শুরু করেছিল মায়ানমারের সেনা। আং সাং সুচি-র বাবা নেতৃত্ব দিয়ছিলেন। অথচ বর্তমানে সেই সেনার হাতেই দেশের শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক পথে বিজয়ী রাজনৈতিক নেতৃত্ব কারাবন্দি। সেই সেনা সরকার আগেই হুমকি দিয়েছিল, এদিন পথে নেমে বিক্ষোভ দেখালে বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে গুলি চালান হবে। সে কথার অন্যথা হয়নি। গণতন্ত্র ফেরানোর দাবিতে বিভিন্ন শহরে পথে নামা জনতার ওপর সেনার গুলিতে মৃত্যু হল ৯১ জনের। তার মধ্যে সবেচেয়ে কনিষ্ঠ যে তার বয়স ৫ বছর। সেনা দিবসে জেনারেল মিন আউং লাইং বলেছেন, মায়ানমারে গণতন্ত্র ফেরাতে তাঁরা বদ্ধপরিকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রতিনিধি।
- চিনের সঙ্গে সাম্প্রতিক কালে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ইরানের। এবার তারা চিনের সঙ্গে ২৫ বছরের অর্থনৈতিক চুক্তি সই করল। এই প্রথম ইরান কোনো দেশের সঙ্গে এত দীর্ঘমেয়াদি চুক্তি করল।
জাতীয়
- বাংলাদেশ সফরে গিয়ে এদিন সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ জলপাইগুড়ি-ঢাকা রেলপথে মিতালি এক্সপ্রেস চালানো এবং ১৯৬৫ সাল থেকে বন্ধ চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ চালুর সিদ্ধান্ত জানানো হল বৈঠকের পর। স্বাস্থ্য, বাণিজ্য, শক্তি,মহকাশ, কৃত্রিমবুদ্ধিমত্তা সহ বহু বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে দৃঢ়তর করার সিদ্ধান্ত নেওয়া হল বৈঠকে। রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের পাওয়ার ইভ্যাকুয়েশন ফেসিলিটিজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দুই প্রধানমন্ত্রী। ভারত এদিনই ১২ লক্ষ কোভিড প্রতিষেধক এবং ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিল বাংলাদেশকে। উদ্বোধন হল তিনটি সীমান্ত হাট এবং শিলাইদহ কুঠি বাডির সংস্কার প্রকল্পের। গোপাল গঞ্জ কশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়ি এবং সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির দর্শন করেন মোদী। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলও পরিদর্শন করলেন তিনি। সেখানে হাসিনা ছাড়াও বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা তাঁকে স্বাগত জানান। এদিন ব্রাহ্মণ বেডিয়ায় হেফাজতে ইসলামের হিংসাত্মক মিছিল সামলাতে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় ৪ জনের। মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ব্রাহ্মণ বেড়িয়া রেল স্টেশনে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
বিবিধ
- ৪১টি দেশকে নিয়ে সমীক্ষা চালানোর পর `গ্লোবাল পেমেন্টস রিপোর্ট’ প্রকাশ করল এফআইএস। এই আন্তর্জাতিক সংস্থার দাবি ২০২৪ সালের মধ্যে ভারতের ই-কমার্স বাজার ৮৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৮.১০ লক্ষ কোটি টাকা।
খেলা
- আই লিগ চ্যাম্পিয়ন হল গোকুলম এফসি। এই প্রথম তারা এই ট্রফি পেল। কেরলের প্রথম ক্লাব হিসাবে তারা আই লিগ জিতল। এবার পয়েন্টের বিচারে একই স্থানে থেকে ট্রফির দাবিদার ছিল মণিপুরের ট্রাউ এফসি, গোয়ার চার্চিল ব্রাদার্স এবং গোকুলম। ১৪ রাউন্ডের পর তিন দলেরই পয়েন্ট ছিল ২৬। এদিন ৪-১ গোলে ট্রাউকে পরাস্ত করেছে গোকুলম। চার্চিল এদিনই পাঞ্জাব এফসিকে হারায়। ফলে তাদের ও গোকুলমের পয়েন্ট হয় ২৯, গোল পার্থক্যেই গোকুলম চ্যাম্পিয়ন হল। ট্রাউয়ের বিদ্যাসাগর সিং ১২টি গোল করে প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোরার হলেন। ভারতে কোচিং শুরুর প্রথম মরসুমেই খেতাব জিতলেন গোকুলমের ইতালীয় কোচ ভিনসেঙ্কো অ্যানেস।
- নয়া দিল্লির আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল মিক্সড ইভেন্টে সোনা জিতলেন ভারতের বিজয় বীর সিধু ও তেজস্বিনী। ভারতীয়রা ১৩টি সোনাসহ ২৭টি পদক জিতেছেন এখনও পর্যন্ত।
- বিশ্বকাপের যোগ্যতা অর্জনে কানা-বারমুডা ম্যাচে লাইনসম্যান ছিলেন ক্যাথরিন নেসবিট। এই প্রথম মহিলা এই কাজে নিযুক্ত হলেন।