কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ আগস্ট ২০২১

schedule
2021-08-30 | 17:51h
update
2021-08-30 | 17:51h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • হিন্দুকুশ পর্বতমালা ঘেরা আফগানিস্তানের পঞ্চশির তালিবানদের আগ্রাসনকে প্রতিহত করবে বলে দাবি করলেন নর্দান অ্যালায়েন্স নেতা আহমেদ মাসুদ। এর আগে ১৯৯৬ ও ২০০১ পর্বেও তালিবান এখানে প্রবেশ করতে পারেনি। আফগানিস্তান নিয়ে এদিন জি৭ গোষ্ঠীর জরুরি ভার্চুয়াল বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেনা প্রত্যাহার পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্তত আটকে থাকা বিদেশিদের উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাবুলে মার্কিন সেনা রাখার দাবি খারিজ করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। জি৭  গোষ্ঠীর বাকি দেশগুলোর শর্ত ৩১ আগস্ট এর পরও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের যদি তালিবান বাধা না দেয় তাহলে তাদের সেনা প্রত্যাহার করা হবে।
  • ফাইজার ও মডার্না সংস্থার টিকা বাস্তবে ৬৬ শতাংশ কার্যকর হবে বলে দাবি করল মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’।
Advertisement

জাতীয়
  • দেশে এদিন ৩৭৫৯৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। তারমধ্যে ৩১৪৪৫ জনই কেরলের বাসিন্দা। গত ২১ আগস্ট ‘ওনাম’ উৎসব পালনের পর থেকেই সংক্রমণ আরও বাড়ছে সেখানে। এদিকে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের আগেই সমস্ত শিক্ষককে টিকাদান নিশ্চিত করতে রাজ্যগুলিকে চিঠি লিখল কেন্দ্রীয় সরকার।
  • উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি ব্লকের ‘ মিয়াগঞ্জ’ নাম পাল্টে ‘মায়াগঞ্জ’রাখার আবেদন জানাল স্থানীয় পঞ্চায়েত সমিতি।
বিবিধ
  • তবলা শিল্পী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (৫৪) প্রয়াত হলেন। তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তিনি ছিলেন ফারুকাবাদ ঘরানার শিল্পী।
  • পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জার্মানির লিপজিগে সাইকেলে পিৎজা ডেলিভারি করছেন আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী সৈয়দ আহমেদ সাদাত। গত ডিসেম্বরে দেশ ছেড়েছেন তিনি। সাদাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত ইঞ্জিনিয়ার। জার্মান ভাষা শিখে সে দেশে চাকরির চেষ্টা করার লক্ষ্য রয়েছে তার।
খেলা
  • হেডিংলি টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল মাত্র ৭৮ রানে। এটি টেস্টে ভারতের নবম সর্বনিম্ন রান। ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন আট ওভারে ছয় রান দিয়ে ৩ উইকেট নিলেন। জবাবে কোনো ওইকেট না হারিয়ে ১২০ রান করেছে ইংল্যান্ড।
  • আইটিটিএফ চেক ওপেনে চ্যাম্পিয়ন হলেন ভারতের জি সাথিয়ান। চার বছরে এটি তার তৃতীয় আন্তর্জাতিক খেতাব।
  • আসন্ন আইএসএল প্রতিযোগিতায় খেলবে ইস্টবেঙ্গল। এদিন ক্লাব প্রতিনিধি ও লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের প্রতিনিধিদের নিয়ে আলোচনার পর এ কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.04.2024 - 11:38:00
Privacy-Data & cookie usage: