কারেন্ট অ্যাফেয়ার্স ১২ মে ২০২৩

373
0
daily current affairs
Courtesy: DNA India

ন্তর্জাতিক 
  • গাজা শহরে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৩০  জন নিহত হয়েছেন বলে দাবি করল প্যালেস্টাইন। গত চার দিন ধরেই হামাসের সঙ্গে ইজরায়েলি সেনার সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজা ভূখণ্ড।
  • পাকিস্তনের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চারটি মামলায় আগাম জামিন দিল ইসলামাবাদ হাইকোর্ট। আল কাদির ট্রাস্ট মামলায় তাঁকে দুসপ্তাহের জামিন দিল আদালত। এছাড়া কোনও মামলাতেই ইমরানকে ১৭ মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।এই ঘটনা নিয়ে প্রকাশ্যেই বিচারব্যবস্থার সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আদালত পক্ষপাতদুষ্ট বলে তিনি মন্তব্য করেছেন। পাকিস্তানে বিচার ব্যবস্থার মৃত্যু হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
  • ষষ্ঠ ভারত মহাসাগরীয় দেশগুলির সম্মেলন আয়োজিত হল বাংলাদেশের ঢাকায়। ভারতের পক্ষে এই সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার সঙ্গে ওই বৈঠকের অবসরে আলাদা করে বৈঠক হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
জাতীয়
  • ২০২৩ সালে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার যথাক্রমে ৯৩.১২ ও ৮৭.৩৩ শতাংশ। ২ কোটি ১৮ লক্ষের বেশি পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিল।
  • ২০১৬ সালে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় সমূহে নিযুক্ত ৪২৫০০ জন চাকরিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার মধ্যে তখন ডিইএলএড প্রশিক্ষণ ছিল না এমন ৩৬০০০ জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। তিন মাসের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিয়োগ পরীক্ষায় তারা অংশ নিতে পারবেন, সেক্ষেত্রে পাশ করলে তাদের চাকরিতে কোনও ছেদ পড়বে না বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

খেলা
  • ভারতীয় ফুটবলের কিংবদন্তী প্রদীপ বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতে আগামী ২৩ জুন তার জন্মদিনটিকে গ্রাসরুট দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল এআইএফএফ।
  • আজারবাইজানের বাকুতে আয়োজিত বিশ্বকাপ শুটিংয়ে ১০ মিটার পুরুষদের এয়ার রাইফেলে রুপোর পদক জিতলেন ভারতের হৃদয় হাজারিকা ও ১০ মিটার মহিলাদের এয়ার রাইফেলে রুপোর পদক জিতলেন ভারতের ন্যান্সি।
  • ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আর্লিং হালান্ড।
 বিবিধ
  • পশ্চিমবঙ্গের ‘সুশ্রী কায়াকল্প’ প্রকল্পে প্রথম স্থান পেল এম আর বাঙুর হাসপাতাল। এই নিয়ে তারা পরপর তিন বার এই পুরস্কার পেল। গত অর্থবর্ষে ১৩টি জেনারেল হাসপাতাল, ৩০টি মহকুমা হাসপাতাল, ২৭৪টি গ্রামীণ  হাসপাতাল ও ৫৭৬টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে বিভিন্ন মাপকাঠিতে যে সমীক্ষা হয় তাতেi শ্রেষ্ঠ স্থান পেয়েছে এম আর বাঙুর হাসপাতাল। দ্বিতীয় স্থান পেয়েছে বালুরঘাট হাসপাতাল।
  • প্রয়াত হলেন শিল্পী কল্যাণী কাজী (৮৭)। তিনি কাজী নজরুল ইসলামের পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী। কল্যাণী কাজী পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমির অন্যতম উপদেষ্টা ছিলেন। নিজেও ছিলেন নজরুল গীতি শিল্পী।