কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মে ২০২৩

346
0
daily current affairs

ন্তর্জাতিক
  • ‘পাকিস্তানে জঙ্গলের শাসন চলছে এবং সেনা সাধারণ মানুষকে অপহরণ করছে।’ এই অভিযোগ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ইমরান।ইসলামাবাদ হাইকোর্টে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়  এক্ষেত্রে তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন পাক সেনাপ্রধান আসিম মুনিরের দিকে।
  • রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতিতে ইউক্রেনকে ২৭০ কোটি ইউরো মূল্যের অস্ত্র সহায়তার কথা জানালো জার্মানি। এর মধ্যে রয়েছে লেপার্ড ট্যাঙ্ক, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম প্রভৃতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই ইউক্রেনকে দেওয়া সর্বোচ্চ অঙ্কের অস্ত্র সহায়তা।
  • জাপানের নাগাসাকি শহরে শুরু হল জি ৭ গোষ্ঠীগুলির স্বাস্থ্য মন্ত্রী পর্যায়ের বৈঠক।
জাতীয় 
  • কর্ণাটক বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল কংগ্রেস।২২৪টি আসনের মধ্যে তারা জয় পেল ১৩৫টিতে। গতবারের থেকে তাদের আসন বেড়েছে ৫৬টি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বিজেপি ও জেডিএস পেয়েছিল যথাক্রমে ৮০,১০৪ ও ৩৭টি করে আসন। এবার শাসক দল বিজেপি পেয়েছে ৬৬টি আসন। তাদের আসন কমেছে ৩৯টি। রাজ্যের অন্যতম বড় দল জেডিএস পেল ১৯টি আসন। তাদের আসন কমেছে ১৮টি। কর্নাটকে পরাস্ত হওয়ার ফলে দক্ষিণ ভারতে আর কোনও রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকল না।কংগ্রেস, বিজেপি ও জেডিএস পেয়েছে যথাক্রমে ৪২.৯, ৩৬, ১৩.৩ শতাংশ ভোট।এই নির্বাচনে কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন ভোটকুশলি সুনীল কানুগোলু। তিনি ভোটকুশলি প্রশান্ত কিশোরের সহকারী ছিলেন।জলন্ধরে লোকসভার একটি আসনের উপনির্বাচনে জয় পেল আম আদমি পার্টি।
  • দেশের মধ্যে একসঙ্গে সব থেকে বেশি মাদক উদ্ধারের দৃষ্টান্ত স্থাপিত হল কেরলের কোচিতে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ও নৌবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার হল ২৫০০ কিলোগ্রাম হেরোইন। এর বাজার দর প্রায় ১২ হাজার কোটি টাকা। মাদক চোরাচালান রুখতে ২০২২ সাল থেকে যে ‘অপারেশন সমুদ্রগুপ্ত’ চালানো হচ্ছে তারই অংশ ছিল এদিনের অভিযান।
খেলা 
  • মুম্বইয়ের অভিনেতা সলমন খানকে আজীবন সদস্যপদ দিল কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাব প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সলমনকে নাম লেখা ২৭ নম্বর জার্সি উপহার দেওয়া হয়।
  • মোটো জিপি রেসের ১০০০ তম ছুট উপলক্ষে ভারতে মোটো জিপি রেস আয়োজিত হবে। এই প্রথম ভারতে মোটো জিপি রেসের আসর বসছে। নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে তা শুরু হবে ২২ সেপ্টেম্বর। রেস চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
 বিবিধ
  • নতুন সিইও নিয়োগ করার কথা জানালেন ট্যুইটার সংস্থার প্রধান ইলন মাস্ক। তিনি হলেন লিন্ডা ইয়াকারিনো। মূলত টুইটারের বিজ্ঞাপন, বিপননের দিকটি দেখবেন ইয়াকারিনো।
  • বঙ্গোসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘মোকা’ বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তখন তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ২৪০ কিলোমিটার।