বঙ্গোসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘মোকা’ বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে আছড়ে পড়ল। এদিন দুপুরে বাংলাদেশের কক্সবাজার উপকূলে টেকনাফে এই ঘূর্ণিঝড় মাটি স্পর্শ করে। তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫-২০০ কিলোমিটার।এরপরে সেটি বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে নাফ নদী বরাবর স্থলভূমিতে এগিয়ে চলে।বাংলাদেশ আগে থেকেই বিপদ আঁচ করে ৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছিল। বাংলাদেশ ও মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাণ্ডব চালিয়েছে ক্যাটাগরি ৫ গোত্রের এই সামুদ্রিক ঘূর্ণিঝড় ।বাংলাদেশের টেকনাফ ও মায়ানমারের সিতোয়েতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
তুরস্কে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলেন ৪.৪০ কোটি নাগরিক। বিদেশে বসবাসকারী ৩৪ লক্ষ ভোটদাতা বাইরে থেকেই ভোট দিয়েছেন। তুরস্কে গত ২০ বছর ধরে রাষ্ট্রপতি পদে রযেছেন রিচেপ তায়িপ এডোয়ার্ন। প্রতিযোগিতায় আছেন বিরোধী নেতা কামাল কিলিকদরোগলুও।
জাতীয়
সিবিআই-এর পরবর্তী প্রধান হচ্ছেন প্রবীণ সুদ। তিনি ১৯৮৬ ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইপিএস অফিসার। ২৫মে সিবিআই – এর ডিরেক্টর পদ থেকে অবসর নেবেন সুবোধ কুমার জয়সওয়াল, তার পরই দায়িত্ব নেবেন প্রবীণ সুদ। বর্তমানে তিনি কর্ণাটক পুলিশের ডিজি পদে রয়েছেন।দিল্লি আইআইটি, আইআইএম বেঙ্গালুরুর প্রাক্তন ছাত্র তিনি।
প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল।দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা দিয়েছিলেন ২,৩৭,৬৩১ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ হয়েছেন ৯৮.৯৪ শতাংশ ছাত্রছাত্রী। দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষায় পাশ করেছেন ৯৬.৯৩ শতাংশ ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গের সম্বিত মুখোপাধ্যায় আইএসসি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছেন, মান্য গুপ্তা ও শুভম আগরওয়াল আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় প্রথম হয়েছেন।
খেলা
সুদিরমান কাপে ভারত প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল। গ্রুপ সি তে চিনা তাইপেইয়ের কাছে ১-৪ ব্যবধানে পরাস্ত হল ভারত। এইচ এস প্রনয়, পি ভি সিন্ধু, কে সাই প্রতীক, তানিশা ক্রস্টো হার মেনেছেন। তৃষা জলি ও গায়ত্রী গোপিচাঁদ মহিলা ডাবলসে জয়ী হয়েছেন।
৪৬ বছর বয়সে ফের এভারেস্ট শৃঙ্গে পৌঁছলেন শেরপা পাসাং দাওয়া। এই নিয়ে তিনি ২৬ বার এভারেস্ট জয় করলেন। বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই রেকর্ড করলেন তিনি।
বিবিধ
ব্রিটেনের বিজ্ঞান চর্চার জাতীয় প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটির সদস্য মনোনীত হয়েছেন সৌরভ চট্টোপাধ্যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণিত ও সংখ্যাতত্ত্বের অধ্যাপক তিনি। বিজ্ঞানে ব্যতিক্রমী অবদানের জন্য তিনি যে সম্মান পাচ্ছেন তার নাম ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি।