লন্ডনে প্রয়াত হলেন শিল্পপতি শ্রীচন্দ পরমানন্দ হিন্দুজা। ৮৭ বছর বয়স হয়েছিল, তিনি এসপি হিন্দুজা নামেই পরিচিত ছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক তবে জন্ম হয়েছিল অবিভক্ত ভারতের করাচিতে। তিনি অশোক লেল্যান্ড, গাল্ফ অয়েল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক প্রভৃতি প্রতিষ্ঠানের মালিক যে হিন্দুজা গোষ্ঠী তার চেয়ারম্যান ছিলেন। ২০২২ সালে বৃটেনে সবথেকে ধনী পরিবারের স্বীকৃতি পেয়েছিল তাঁর পরিবার।
২৬ বছর আগে প্যারিসে ছবি তোলার জন্য পাপারাতজিদের বাড়াবাড়ির শিকার হয়েছিলেন ব্রিটেনের যুবরানি ডায়ানা। ১৯৯৭ সালের সেই ঘটনায় প্রাণ যায় ডায়ানার। সেখান থেকে অনেক দূরে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে পাপারাতজিদের হামলে পড়ে ছবি তোলার ঘটনার মুখে পড়লেন ডায়ানার ছোট ছেলে রাজকুমার হ্যারি ও তাঁর স্ত্রী মেগান। তাদের গাড়িকে এবং দু’ঘণ্টা ধরে অনুসরণ করে পাপারাজজিদের ছটি গাড়ি। ছবি তোলার জন্য তারা এতটাই মরিয়া ছিল যে এদিনও ঘটে যেতে পারতো কোন মর্মান্তিক দুর্ঘটনা।
চি নের পিপলস আর্মিকে নিয়ে রসিকতা করেছিলেন চিনেরই একজন অভিনেতা লি হাউসি। এই ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করল চিন সরকার। তাকে দু মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আইনাগুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জাতীয়
ইউরোপীয় ইউনিয়ন এর বিদেশ সংক্রান্ত নীতির প্রধান জোসেফ বোরেলকে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জোসেফ বোরেল ভারত থেকে তেল কেনা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ভারত বিরোধী জিগির তুলতে চেয়েছিলেন। এবিষয়ে জয়শঙ্কর তাকে ই ইউ কাউন্সিলের ৮৩৩/ ২০১৪ ধারাটি পড়ে দেখার পরামর্শ দিয়েছেন। সেখানে স্পষ্ট বলা আছে কোন দেশ থেকে জ্বালানি কিনে নিজেরা পরিশোধন করার পর তা আর অপর দেশের সম্পত্তি থাকে না।
সদ্য সমাপ্ত কর্নাটকের বিধানসভা নির্বাচনের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে নিয়ে এলো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কর্ণাটকের ৯৭ % বিধায়ক কোটিপতি। ২২৪ টি আসনের মধ্যে ২১৭ আসনের বিধায়কই কোটিপতি। কংগ্রেসের ১৩৫ জন বিধায়কের মধ্যে ১৩২ জন, বিজেপির ৬৬ জনের মধ্যে ৬৩ জন এবং জনতা দল সেকুলার-এর ১৯ জন বিধায়কের মধ্যে ১৮ জনই কোটিপতি। শুধু তাই নয় নবনির্বাচিত বিধায়কদের মধ্যে মধ্যে ৫৫ শতাংশের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। এছাড়াও ২২৪ জন বিধায়কের মধ্যে ৪৩ জনই পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছেন।
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করার জন্য সেবিকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিনজন বিচারপতির বেঞ্চ সেবিকে ১৪ই আগস্ট- এর মধ্যে তদন্ত চালিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছে।
খেলা
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য খেলে ৪-০ গোলে রিয়াল মাদ্রিদকে পরাস্ত করল ম্যানচেস্টার সিটি। দুই লেগের সেমিফাইনালে তারা ৫-১ গোলের ব্যবধানে জয়ী হল। অপরদিকে আগেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। তারা সেমিফাইনালে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে এসি মিলানকে। ফলে দুই লেগের সেমিফাইনালে ৩-০ ব্যবধানে জিতে ফাইনাল খেলবে তারা। ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জয়ী হয়েছিল ইন্টার মিলান। আগামী ১০ই জুন ইস্তানবুলে ফাইনাল ম্যাচে দুই দল মুখোমুখি হবে একে অপরের।
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে শেষবার ফুটবলে ২০১৮ সালে ঢাকায় সাফ সেমিফাইনালে দু’দল মুখোমুখি হয়েছিল। এ বছর ২১ জুন থেকে ভারতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় খেলবে ভারত, পাকিস্তান, কুয়েত, নেপাল, বাংলাদেশ, ভুটান, লেবানন এবং মলদ্বীপ।
পর্বত অভিযানে একই দিনে দুটি কীর্তি স্থাপন করলেন বাংলার দুজন পর্বতারোহী। বাংলার সুপরিচিত পর্বতারোহী পিয়ালী বসাক এদিন উঠলেন বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (৮৪৮১ মিটার)। এছাড়াও সেনা কর্মী মেজর চিরাগ চট্টোপাধ্যায় এদিন মাউন্ট এভারেস্ট জয় করলেন।
বিবিধ
আগামী পাঁচ বছর বিশ্বজুড়ে অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধি পাবে বলে সতর্ক করে দিল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের ওয়ার্ল্ড মেটিয়্যোরোলজিক্যাল অর্গানাইজেশনের একটি রিপোর্টে বলা হয়েছে সামগ্রিকভাবে আগামী পাঁচ বছর হবে উষ্ণতম। এর মধ্যে কোনও এক বছরের উষ্ণতা হবে সব থেকে বেশি। প্রসঙ্গত ২০২২ সালে বিশ্বের গড় উষ্ণতা ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।