কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ আগস্ট ২০২১

700
0
daily current affairs
Courtesy: Telegraph India

আন্তর্জাতিক
  • কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের প্রধান ফটক অ্যাবি গেটে এবং সংলগ্ন স্থানে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬০জনের প্রাণহানি হল। নিহতদের মধ্যে ১২ জন মার্কিন সেনা। ইসলামিক স্টেট জঙ্গিরা এই হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানে দায়িত্বশীল সরকার গড়ে তুলতে ভারতসহ সব দেশের সহযোগিতা চাইলেন তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে আফগানিস্তানের মাটিতে  পাকিস্তানের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ বরদাশ্ত করা হবে না বলে তিনি জানিয়েছেন। তার বক্তব্য পাকিস্তানই তালিবানের জন্ম দিয়েছে। তাঁর আরও দাবি ৯/১১ হামলার ঘটনায় ওসামা বিন লাদেনের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই।
জাতীয়
  • সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ৯ জনকে নিয়োগের প্রস্তাবে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাদের মধ্যে তিনজন মহিলা। এই প্রথম একসঙ্গে তিনজন মহিলা বিচারপতি নিযুক্ত হলেন সর্বোচ্চ আদালতে। তাদের মধ্যে একজন বিচারপতি বি ভি নাগরত্ন। সব ঠিক থাকলে ২০২৭ সালে তিনি প্রধান বিচারপতি হতে পারেন। সে ক্ষেত্রে তিনি হবেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি । তার বাবা বিচারপতি ই এস বেঙ্কটরামাইয়া ১৯৮৯ সালে দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন। আইনজীবী পিএস নরসিংহ সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন। সব ঠিক থাকলে তিনিও প্রধান বিচারপতি পদে বসতে পারেন। এর আগে মাত্র দু’জন এই দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিবিধ
  • বাচিক শিল্পী গৌরী ঘোষ (৮৪) প্রয়াত হলেন ‌। আবৃত্তি, শ্রুতি নাটকে তার জনপ্রিয়তা ছিল অতুলনীয়। স্বামী পার্থ ঘোষের সঙ্গে তার জুটি দেশ-বিদেশে প্রশংসা পেয়েছে । ২০১৮ সালে কাজি সব্যসাচী সম্মান পেয়েছেন তিনি।
খেলা
  • হেডিংলে টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের সংগ্রহ আট উইকেটে ৪২৩ রান। ইংল্যান্ড অধিনায়ক জো রুট শতরান (১২১)করলেন। ভারতের বিরুদ্ধে এই সিরিজে এটি তার তৃতীয় শতরান।
  • ফিফার বর্ষসেরা ফুটবলার, উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন জর্জিন হো। চেলসির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালির হয়ে বর্ষসেরা হয়ে ছিলেন তিনি। বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন চেলসির টমাস টুচেল।