কারেন্ট অ‍্যাফেয়ার্স ২৭ আগস্ট ২০২১

570
0
daily current affairs
Courtesy: AajTak

আন্তর্জাতিক
  • কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ইসলামিক স্টেট জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হল ১৭০। তার মধ্যে ১৩ জন মার্কিন সেনা। এই ঘটনায় পাকিস্তানের যোগ থাকতে পারে বলে সন্দেহ। কারণ যে গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেছে তার প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ফারুকিকে গতবছর কাবুলের একটি গুরুদ্বারে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করেছিল আফগান পুলিশ। ফারুকি নিজে পাকিস্তানি এবং ওই ঘটনায় পাকিস্তানের মদত ছিল বলে তখন জানিয়েছিলেন। এদিকে ব্রিটেন জানিয়েছে কাবুল থেকে তাদের উদ্ধার কার্য সমাপ্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে এখনও ৫৪০০ জনকে উদ্ধার করা বাকি। দোহায় তালিবান দপ্তর জানিয়েছে সব গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে তদারকি সরকার গড়া হবে।
জাতীয়
  • অসমিয়া ডিমা হামাও জেলায় সংস্থার পাঁচটি ট্রাক পুড়িয়ে এবং অবিরাম গুলি ছুড়ে তাণ্ডব চালাল জঙ্গিরা। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মিকে সন্দেহ করা হচ্ছে।  ২০১৩ সালে জঙ্গিরা অস্ত্র সমর্পণের পর ডিমা হামাও অঞ্চলে শান্তি ফিরে এসেছিল।
  • এদিন দেশে এক কোটি ৫ লক্ষ ৬৪ হাজার ৩২ জনকে করোনার প্রতিষেধক দেওয়া হল, যা একটি নজির। গত ১৬ অগাস্ট লক্ষাধিক মানুষকে প্রতিষেধক দেওয়া হয়েছিল।
  • পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাত্র ১০ দিনে এক কোটির বেশি মহিলা আবেদন জানিয়েছেন বলে জানানো হল।
বিবিধ
  • নতুন নজির গড়ল শেয়ার সূচক। সেনসেক্স ৫৬১৮৮.২৩ অঙ্ক ও নিফটি ১৬৭০৫.২০ অংকে পৌঁছে নতুন নজির গড়ল।
  • বর্ধমানের সীতাভোগ মিহিদানাকে নিয়ে বিশেষ কভার প্রকাশ করল ভারতীয় ডাকঘর।
খেলা
  • হেডিংলে টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৪ রানে এগিয়ে গেল। জবাবে ভারত দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হারিয়ে ২১৫ রান করল।
  • প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট নেওয়ার নজির স্থাপন করলেন নেদারল্যান্ডসের মহিলা ক্রিকেটার ফ্রেডারিক ওভারডিক। এইদিন ফ্রান্সের বিরুদ্ধে এই নজির গড়লেন তিনি।
  • জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৩-২০০৯ পর্যন্ত ম্যান ইউয়ের হয়ে ২০৯ ম্যাচে ১১৮ টি গোল করেছিলেন তিনি।