কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ আগস্ট ২০২১

schedule
2021-09-01 | 08:38h
update
2021-09-01 | 09:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Gulte

আন্তর্জাতিক
  • বিশ্বে করোনা সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা ছাপিয়ে গেল ৪৫ লক্ষ (৪৫,০৫,০০৮ জন)। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েদার রিপোর্ট জানাল করোনা ভাইরাস জৈব অস্ত্র নয়, এটি গবেষণাগার থেকে ছড়িয়েছে কিনা তথ্য প্রমাণের অভাবে তা স্পষ্ট করে জানানো হয়নি ওই রিপোর্টে।
  • আফগানিস্তানে নানগড়হর প্রদেশে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেটের দুজন কট্টর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মহিলা স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দিতে নির্দেশ দিল তালিবান। কয়েকদিন আগেই তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মেয়েদের ঘরে থাকতেই বলেছিলেন। তালিবান বাহিনীর রাস্তাঘাটে মহিলাদের দেখার অভ্যাস নেই।
Advertisement

জাতীয়
  • এদিন দেশে ৪৬৭৫৯ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এর মধ্যে ৭০ শতাংশ বা ৩২৮০১ জন কেরলের বাসিন্দা।
  • দ্রুত স্কুল খোলার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ৫৫ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ। হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার,পাঞ্জাব,ওড়িশায়  স্কুল খুলে গেছে। স্কুল খোলার নির্দেশিকা জারি হয়েছে ,গুজরাট,দিল্লি, রাজস্থান ও তামিলনাড়ুতে।
বিবিধ
  • জালিয়ানওয়ালাবাগে নতুন স্মারকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • জনধন প্রকল্পে সাত বছরে ৪৩.০৪ কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।

খেলা

  • প্রথম ভারতীয় হিসাবে প্যারা অলিম্পিকের  টেবিল টেনিস ফাইনালে উঠলেন ভাবিনা প্যাটেল। গুজরাটের এই কন্যা ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়েছিলেন। ফাইনালে ইনি হারালেন চিনের ঝ্যাং মিয়াওকে। এর আগে দুজনের সাক্ষাতে ১১ বারই পরাস্ত হয়েছিলেন ভাবিনা বেন।
  • হেডিংলে টেস্টে ইনিংস ও ৭৬ রানে পর্যুদস্ত ভারত। এদিন ৫৪ মিনিটে ১৬ ওভারে ৭ উইকেট নিয়েছে ভারত। ম্যান অফ দ্য ম্যাচ হলেন অলি রবিনসন। সিরিজ এখন ১-১।

২৭ আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2024 - 04:08:12
Privacy-Data & cookie usage: