আন্তর্জাতিক
- কাবুলে মার্কিন সেনার ছোঁড়া ক্ষেপনাস্ত্র ৬টি শিশুসহ ১০ জনের মৃত্যু হল। স্থানীয়দের দাবি, নিহতের সংখ্যা ২০। আইএসকে-এর গাড়িবোমা সন্দেহে ক্ষেপনাস্ত্রটি ছুঁড়েছিল মার্কিন সেনা। এদিন কাবুল বিমানবন্দর লক্ষ্য করে আইএসকে জঙ্গিদের ছোঁড়া একের পর এক ক্ষেপনাস্ত্র অবশ্য প্রতিহত হয়েছে ক্ষেপনাস্ত্র প্রতিরোধী ব্যবস্থায়। এদিকে একজন সংবাদ পাঠকের ছবি নজর কেড়েছে বিশ্ববাসীর। তিনি তালিবানকে ভয় না পাওয়ার বার্তা দিচ্ছেন আর তাঁর পিছনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুজন তালিবান জঙ্গি। আফগান মহিলা সাংবাদিক, টেলো নিউজের কর্মী বেহেস্তা আরঘাণ্ডও প্রাণভয়ে দেশ ছাড়ার কথা জানিয়েছেন। আফগানিস্তানের মাটি যেন জঙ্গিদের ঘাঁটি না হয়ে ওঠে এই মর্মে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হয়েছে। চিন ও রাশিয়া এই প্রস্তাব থেকে বিরত ছিল। ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শিংলার সভাপতিত্বে এই বৈঠক হল।
- ঘূর্ণিঝড় `ইডা’ আছড়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশে। ঝড়ের গতি ছিল ঘণ্টায় ২০০ কিমি।
জাতীয়
- সংসদ ভবনের একমাত্র পোস্ট ম্যান রামশরণ অবসর নিলেন। গত ২১ বছর ধরে তিনি সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে চিঠি পৌঁছে দেওয়ার কাজ করছেন।
- পুনরায় রেলপথে যুক্ত হল মণিপুর। শিলচর-জিরিবাম পথে সপ্তাহে দুদিন আপাতত এক জোড়া ট্রেন চলবে।
- উত্তরাখণ্ডের ধরাচুলায় ধস ও বানের তোড়ে মৃত্যু হল ৫ গ্রামবাসীর।
বিবিধ
- প্রয়াত হলেন বুদ্ধদেব গুহ (৮৫)। তাঁর লেখা উপন্যাসের মধ্যে `কোয়েলের কাছে’, `একটু উষ্ণতার জন্য’, `জঙ্গলমহল’, `হলুদ বসন্ত’ বিশেষ উল্লেখযোগ্য। তিনি বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার, আনন্দ পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত ঋতু গুহ ছিলেন তাঁর স্ত্রী।
খেলা
- টোকিও প্যারা অলিম্পিকে এদিন এক ঘণ্টার মধ্যে ভারত ২টি সোনার পদকসহ ৫টি পদক জিতল। ফলে সবমিলিয়ে ৭টি পদক পেয়ে ভারত আপাতত পদক তালিকায় ২৬তম ক্রমে। প্যারা অলিম্পিকে এটাই ভারতের শ্রেষ্ঠ ফল। প্রথম ভারতীয় মহিলা হিসাবে এদিন সোনা জিতলেন অবনী লেখারা। ১৯ বছরের অবনী ১০ মিটার এয়ার রাইফেলে এসএইচ-১ ক্যাটাগরিতে সোনা জিতলেন। এফ৬৪ ক্যাটাগরি জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতলেন সুমিত অ্যান্টিল। ডিসকাস থ্রো বিভাগে যোগেশ কাঠুনিয়া ও জ্যাভলিন ছোঁড়ায় দেবেন্দ্র ঝাঝারিয়া রুপো জিতলেন। জ্যাভলিনে ব্রোঞ্চ জিতলেন সুন্দর সিং গুর্জর। অবনী লেখারা এদিন বিশ্বরেকর্ডও স্পর্শ করেছেন। সুমিত অ্যান্টিল নিজেই বিশ্বরেকর্ডের মালিক যা এদিন আরও উন্নত করেছেন তিনি। তবে এফ ৫২ বিভাগে অনুপযুক্ত বলে অভিযোগ ওঠায় ব্রোঞ্চ পদক জিতলেও তা প্রত্যাহার করা হল বিনোদ কুমারের।
- শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্রিকেট প্রশিক্ষক বাসু পরাঞ্চপে (৮২)।