কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ আগস্ট ২০২১

schedule
2021-09-03 | 13:44h
update
2021-09-03 | 13:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • পূর্ব ঘোষণা মতোই আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র। দুদশক সেখানে কাটানোর পর তারা ফেলে গেল বিপুল পরিমাণ অস্ত্র ও সাঁজেয়া গাড়ি যা এখন তালিবান জঙ্গিদের দখলে। কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনার শেষ প্রতিনিধি হিসাবে সি-১৭ বিমানে উঠলেন মার্কিন মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ। ৩২ বছর আগে শেষ রুশ সেনা হিসাবে কাবুল ছেড়েছিলেন কমান্ডার বরিস গ্রোমোভ। সেনা প্রত্যাহারের দায় নিয়ে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন একে `শ্রেষ্ঠ ও বিচক্ষণ’ সিদ্ধান্ত বলে দাবি করেছেন। এখনও ২০০ মার্কিন নাগরিক সেখানে রয়ে গিয়েছেন বলে জানা গেছে। সেনা প্রত্যাহারের পরই `পূর্ণ স্বাধীনতা’ উতযাপনের নামে তাণ্ডব শুরু করেছে তালিবান। বদ্রি ৩১৩ ব্যাটেলিয়ান দখল নিয়েছে কাবুল বিমানবন্দরের। কান্দাহারে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে এক দোভাষি ব্যক্তিকে ঝুলিয়ে আকাশ প্রদক্ষিণ করে শক্তির বহর প্রকাশ করল তারা।
  • ৬ জনকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আদালত। ২০১৬ সালে সমকামীদের পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নানসহ ২ জনকে কুপিয়ে হত্যায় তারা দোষী সাব্যস্ত হয়েছে।
Advertisement

 

জাতীয়
  • দোহায় ভারতীয় দূতাবাসে এসে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তলের সঙ্গে বৈঠক করলেন তালিবান নেতা আব্বাস স্তানিকজাই। এই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে বৈঠক করল তালিবানের সঙ্গে। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফেরানো নিয়ে কথা হয়েছে এই বৈঠকে।
  • একদিনে ৩ জন মহিলা বিচারপতি সহ ৯ জন বিচারপতি দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু একে `ঐতিহাসিক মুহূর্ত’ বলে ব্যাখ্যা করলেন। বর্তমান নিয়মে সুপ্রিম কোর্টে ৩৪ জন বিচারপতি থাকতে পারেন। এদিন ৯ জন দায়িত্ব নেওয়ায় সুপ্রিম কোর্টে এখন বিচারপতির সংখ্যা হল ৩৩।
  • বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় তামিলনাড়ুর বিধায়কপুত্র করুণা সাগর সহ ৬ জনের মৃ্ত্যু হল। অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি।

 

বিবিধ
  • বিপুল উত্থানের নজির দেখল ভারতের শেয়ারবাজার। সেনসেক্স ৫৭ হাজারের ঘরে এবং নিফটি ১৭ হাজারের ঘরে প্রবেশ করল। শুধু আগস্ট মাসে সেনসেক্স বেড়েছে ৫০০০ অঙ্ক। পরপর ৪দিন টাকার দাম বেড়েছে ডলারের সাপেক্ষে।
  • রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম (ভর্তুকিহীন) ২৫ টাকা বাড়ল। গত ডিসেম্বর থেকে ২৯০.৫০ টাকা দাম বেড়েছে।

 

খেলা
  • টোকিও প্যারাঅলিম্পিকে এদিন ৩টি পদক জিতল ভারত। ছেলেদের টি ৪২ হাইজাম্পে রুপো ও ব্রোঞ্চ জিতলেন যথাক্রমে মরিয়াপ্পন থঙ্গভেলু ও শরদ কুমার। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্চ পেলেন সিংহরাজ আধানা। ২ সোনাসহ ১০টি পদক জিতে প্যারাঅলিম্পিকে আপাতত ভারতের স্থান ৩০ তম।
  • দুবাইয়ে এশীয় যুব চ্যাম্য়িনশিপে ৬টি সোনা, ৯টি রূপো, ৫টি ব্রোঞ্চসহ ২০টি পদক জিতলেন ভারতের বক্সাররা।
  • অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ৯৩ টেস্ট এবং ১২৫ টি একদিনের ম্যাচে যথাক্রমে ৪৩৯ ও ১৯৬টি উইকেট পেয়েছেন তিনি। টেস্টে ২৬ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন।

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.04.2024 - 05:21:40
Privacy-Data & cookie usage: