কারেন্ট অ্যাফেয়ার্স ১ সেপ্টেম্বর ২০২১

607
0
Daily current affairs
Courtesy: Reuters

আন্তর্জাতিক
  • গত ১৫ অগস্ট কাবুল দখল করেছিল তালিবান জঙ্গিরা।তার ঢের আগে গত ২৩ জুলাই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে ফোন করেছিলেন আফগান রাষ্ট্রপতি আশরফ ঘানি। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, পাকিস্তানের মদতে আফগানিস্তানে আগ্রাসন চালাচ্ছে তালিবান জঙ্গিরা। এদিকে গত ২০ বছরে  আফগানিস্তানে ২৪৬১ জন মার্কিন সেনা, ৪৪১ জন স্বেচ্ছাসেবক, ৭২ জন সাংবাদিক , ন্যাটোর ১১৪৪ জন সেনা, ৬৬ হাজার আফগান সেনা, ৪৭২৪৫ জন আফগান নাগরিক ও ৫১১৯১ জন জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে কান্দহারে তালিবান শীর্ষ নেতাদের বৈঠকে নতুন আফগান সরকার গঠন বিষয়ে কথা হল। সেখানে ঠিক হয়েছে ইরানের কায়দায় শীর্ষে একজন ধর্মীয় নেতাকে রেখে নতুন সরকার গড়া হবে আফগানিস্তানে।

 

জাতীয়
  • রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রোটেশন পদ্ধতিতে অগস্ট মাসে সভাপতির দায়িত্বভার সামলাল ভারত। এই সময়ের মধ্যে একাধিক বিষয়ে বৈঠক ডেকে ৩,১৬ ও ১৭ অগস্ট প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আফগানিস্তানের মাটি জঙ্গি স্বার্থে ব্যববহার না করতে দেওয়ার মতো বিষয়ের প্রস্তাবনাও রয়েছে। প্রসঙ্গত ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ২ বছরের মেয়াদে অস্থায়ী সদস্য হিসাবে রয়েছে ভারত।
  • কাশ্মীর নিয়ে হুমকি দিল আলকায়দা। সোমালিয়া, ইয়েমেন, প্যালেস্তাইন ও কাশ্মীরকে মুক্ত করার ডাক দিল তারা। হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি (৯২) প্রয়াত হলেন। তেহরিক-ই-হুরিয়তের প্রতিষ্ঠাতা তিনি। `অল পার্টি হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান ছিলেন তিনি অতীতে।

 

বিবিধ
  • গত অগস্ট মাসে দেশে জিএসটি আদায় হয়েছে ১১২০২০ কোটি টাকা যা গত বছরের অগস্টের তুলনায় ৩০ শতাংশ ও ২০৯ সালের অগস্টের তুলনায় ১৪ শতাংশ বেশি।
  • গত বছর ৭৭৫৯টি জাতি বিদ্বেষের ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালের থেকে তা ৬ শতাংশ বেশি। এশীয় এবং আফ্রিকান বংশোদ্ভূতরাই সবথেকে বেশি এই হামলার শিকার হয়েছেন। এফবিআই-এর বার্ষিক রিপোর্টে এই তথ্য স্পষ্ট হয়েছে।

 

খেলা
  • লিওনেল মেসি বার্সেলোনায় খেলতেন ১০ নম্বর জার্সি পরে। তিনি দল ছাড়ার পর এবার ওই জার্সি গায়ে চাপালেন আনতু ফাসি। এর আগে দিয়েগো মারাদোনা, রোনাল্ডিনহো ওই জার্সি পরেছেন। এদিকে মেসির পর বার্সেসোনা ছাড়লেন আর এক তারকা ফুটবলার আঁতোয়া গ্রিজম্যান।