কারেন্ট অ্যাফেয়ার্স ২ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-04 | 10:14h
update
2021-09-04 | 10:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Foreign Policy

আন্তর্জাতিক
  • ঘূর্ণিঝড় `ইডা’র দাপটে বিধ্বস্ত হয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাংশ। অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। এই প্রথম নিউইয়র্কে হড়পা বানের সতর্কতা জারি করা হল। নিউ ইয়র্কে প্লাবিত হল সাবওয়ে রেল স্টেশন। সাবওয়ে ট্রে চলাচল বন্ধ রাখতে বাধ্য হল প্রশাসন।
  • `তালিবানের অভিভাবক পাকিস্তান। দীর্ঘদিন ধরে তালিবানদের আশ্রয়, শিক্ষাদান ও দেখাশোনার ব্যবস্থা করেছে পাকিস্তানই। এদিন একটি টেলিভশন সাক্ষাতকারে এই তথ্য জানালেন পাকিস্তানের মন্ত্রী শেখ রসিদ।

 

জাতীয়
  • দেশে ৪৭০৯২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন যা গত দুমাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। তবে এর মধ্যে ৩২৮০৩ জন বা ৭০ শতাংশই কেরলে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারমন্ত্রক জানিয়েছে, ১৬ শতাংশ দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। ৫৪ শতাংশ টিকার প্রথম ডোজটি পেয়েছেন।
  • টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপার জন্য দায়ের করা একটি মামলা খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট।
Advertisement

 

বিবিধ
  • মিডিয়া রিসার্চ ইউজার্স কাউন্সিল ইন্ডিয়া-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন শশী সিনহা। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন শৈলেন গুপ্ত।
  • গত অগস্ট মাসে এক বছর আগের অগস্ট মাসের তুলনায় দেশের রপ্তানি ৪৫.১৭ শতাংশ ও আমদানি ৫১.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেয়ে হল ১৩৮৭ কোটি ডলার।
  • ছাপরার জয়প্রকাশ নারায়ণ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান স্নাতকোত্তর–এর পাঠ্যক্রম থেকে খোদ জয়প্রকাশের জীবনের ঘটনাবলি বাদ যওয়ার প্রতিবাদ জানালেন বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

 

খেলা
  • ওভাল টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ১৯১ রানে। এদিন ৫০ রান করলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট ২৩ হাজার রান করলেন তিনি। শচীন তেন্ডুলকরের রেকর্ড (৫২২ ইনিংস)ভেঙে ৪৯০ ইনিংসে ২৩ হাজার রান করলেন যা বিশ্বে দ্রুততম। জবাবে ৩ উইকেট খুইয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫৩ রান।
  • বিশ্বরেকর্ড করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন পর্তুগাল ২-১ গোলে পরাস্ত করল আয়ারল্যান্ডকে।দুটি গোলই করলেন রোনাল্ডো। দেশের হয়ে ১১১টি গোল হয়ে গেল তাঁর। তিনি ভাঙলেন ইরানের আলি দাইয়ের দেশের হয়ে সর্বোচ্চ ১০৯টি গোলের রেকর্ড। পেলের ৭৭টি গোল রয়েছে ব্রাজিলের হয়ে।
  • আন্তর্জাতিক প্রীতি ফুটবলে নেপাল-ভারত ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকল। অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হলেন বাংলার রহিম আলি। ভারতের হয়ে গোল করলেন অনিরুদ্ধ থাপা।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 08:29:59
Privacy-Data & cookie usage: