আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ঝড় `ইডা’-র দাপটে প্রাণ হারালেন ৪৬ জন। নিউ ইয়র্কে বেসমেন্ট অ্যাপার্টমেন্টের বাসিন্দা এমন ১২ জনের মৃত্যু হয়েছে। হু হু করে জন ঢুকে যায় তাঁদের ঘরে। লুইজিয়ানা, নিউ জার্সি, নিউ ইয়র্কে সবথেকে বেশি ক্ষতি হয়েছে।
- আফগানিস্তানের সব কারাগার থেকে বন্দি জঙ্গিদের মুক্তি দিয়েছে তালিবান। তাঁদের যাঁরা শাস্তি দিয়েছিলেন এখন তাঁরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন। বিশেষত মহিলা বিচারকরা। প্রায় ২৫০ জন মহিলা বিচারকের খুব কম সংখ্যকই দেশ ছাড়তে পেরেছেন। এমন ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানালেন ব্রিটেনের আইনমন্ত্রী রবার্ট বাকল্যাণ্ড। এদিকে তালিবান শাসনের আতঙ্কে কাবুল বিমানবন্দরের বাইরে অচেনা পুরুষের সঙ্গেও মেয়েদের বিয়ে দিয়ে বাইরে পাঠানোর প্রবণতা দেখা গেছে বলে সংবাদে প্রকাশ। অন্যদিকে চিনকে সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধু বলে উল্লেখ করলেন তালিবানদের মুখপত্র জাবিউল্লা মুজাহিদ।
জাতীয়
- অসমের দরং জেলায় ওরাং রাজীব গান্ধি জাতীয় উদ্যানের নাম থেকে রাজীব গান্ধির নাম বাদ দিল অসম মন্ত্রিসভা। রাজীব গান্ধির আমসে অসম চুক্তি স্বাক্ষরিত হয়। হিতেশ্বর শইকিয়া সরকার ওরাং উদ্যানের নামকরণ করেছিল।
- বায়োজিক্যাল ই সংস্থার করোনা প্রতিষেধক কোর্বেভ্যাক্স-এর মানবদেহে চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। কোভ্যাক্সিন, জাইকোভ ডি-এর পর এটি দেশে তৈরি তৃতীয় প্রতিষেধক।
বিবিধ
- লালকেল্লা থেকে দিল্লি বিধানসভা পর্যন্ত একটি গোপন সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেল। দিল্লি বিধানসভার অধ্যক্ষ রাম নিবাস গোয়েল জানিয়েছেন, লাল কেল্লা থেকে স্বাধীনতা সংগ্রামীদের আদালতে উপস্থিত করতে ওই সুড়ঙ্গ ব্যবহার করত ইংরেজরা।
- ৬ দিনের মধ্যে শেয়ারসূচক ২ হাজার অঙ্ক বেড়ে প্রবেশ করল ৫৮ হাজারের ঘরে। জুলাই মাসের শেষ সেনসেক্স সপ্তাহেও তা ৫২ হাজারের ঘরে ছিল। নিফটিও এদিন নজির গড়ে প্রবেশ করল ১৭ হাজারের অঙ্কে।
খেলা
- ১৮ বছর বয়সেই ইতিহাস গড়লেন অবনী লেখারা। টোকিও প্যারাঅলিম্পিক গেমসে রাজস্থানের এই কিশোরী এদিন ৫০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্চ জিতলেন। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী। প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে তিনি প্যারাঅলিম্পিক থেকে জোড়া পদক জিতলেন। হাই জাম্পে রুপোর পদক জিতলেন প্রবীণ ভারতীয় হিসাবে পদক (ব্রোঞ্চ) জিতলেন হরবিন্দর সিং। ২ সোনা, ৬ রুপো মিলিয়ে ১৩টি পদক জিতে পদক তালিকায় এখন বারতের ক্রম ৩৭।
- ওভাল টেস্টে প্রথম ইনিংসে ভারতের থেকে ৯৯ রানে এগিয়ে ২৯০ রান করল ইংল্যান্ড। জবাবে বিনা ইউকেটে বারতের সংগ্রহ ৪৩ রান।
- ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ৭ নম্বর জার্সিই পরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর জন্য ওই জার্সি ছেড়ে ২১ নম্বর নিলেন এডিনসন কাভানি।
২ সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন