কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মার্চ ২০২১

884
0
daily current affairs
Courtesy: ANI News

আন্তর্জাতিক
  • মায়ানমারে ২৭ মার্চ সেনা দিবসে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহতের সংখ্যা বাড়ল। মোট সংখ্যা হল ১১৪। তাদের মধ্যে ৬টি শিশু রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়ন কড়া ভাষায় এই ঘটনার ধিক্কার জানিয়েছে। রবিবার তাদের শেষকৃত্যের জন্য জমা হওয়া জনতার উপরও নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলে জানা গেছে। মায়ানমারের সেনা শাসকরা জানিয়েছেন ২৭ মার্চ সেখানকার সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজকে  রাশিয়া, ভারত, চিন, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস এবং থাইল্যান্ড প্রতিনিধি পাঠিয়েছিল।
  • সুয়েজ খালের দক্ষিণে ৪০০ মিটার দীর্ঘ পণ্যবাহী জাহাজ এভার গিভন আটকে পড়ায় বিশ্ব জলপথের দীর্ঘতম যানজট আরও বৃদ্ধি পেয়েছে। ৩১টি জাহাজ এখন সেখানে অপেক্ষমাণ। ২৭ হাজার কিউবিক মিটার বালি উত্তোলন করলেও এখনও নড়ানো যায়নি জাহাজটিকে। গভীরতা ১৮ মিটার বৃদ্ধি করেও ফল না মেলায় সেখান থকে ১৮৩০০ কন্টেনার ক্রেনের সাহায্যে সরিয়ে নেওয়া হচ্ছে।

জাতীয় 
  • দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৫,৭২৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সেখানে পরিস্থিতি সামলাতে নৈশ কারফিউ (রাত ৮ থেকে সকাল ৮টা) জারি করল প্রশাসন। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বাড়ল। হয়েছে ৪,৮৬,৩১০।  গত ২৪ ঘণ্টায় ৬২,৭১৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
  • মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের আনা অভিযোগ নিয়ে বিচারবিভাগীয় কমিটি তদন্ত করবে। এ কথা দেশমুখ নিজেই জানালেন। পুলিসের একাংশকে কাজে লাগিয়ে মুম্বই থেকে দেশমুখ ১০০ কোটি টাকা প্রতি মাসে তোলা আদায় করতেন বলে দাবি করেছিলেন পরমবীর সিং। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে চিঠি লিখেছিলেন। সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছিলেন।

বিবিধ
  • কাশ্মীরে এ বছর টিউলিপ উৎসব আয়োজিত হবে। উপত্যকার ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এই উৎসব পালনের লক্ষ্য। ৩ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। উদ্বোধন করবেন সেখানকার উপ রাজ্যপাল মনোজ সিনহা।
  • ডুয়ার্সে ডিমডিম অঞ্চলে ১৫টি শকুনের মৃত্যু হল। তারা হিমালয়ান ঘ্রিফন প্রজাতির। চেল নদীর একটি গবাদি পশুর বিষ মাখানো মৃতদেহ খাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে বন দপ্তর। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া ২৫টি শকুনের চিকিৎসা শুরু হয়েছে।

খেলা
  • পুণেতে চূড়ান্ত একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ রানে জয়ী হল। ইংল্যান্ডের স্যাম কারেন অপরাজিত ৯৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন। প্রথমে ব্যাট করে ৩২৯ রান তুলেছিল ভারত। একই সঙ্গে এই সিরিজও ২-১ ব্যবধানে জিতল ভারত। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ম্যান অব দ্য সিরিজ হলেন।
  • বাহারিন গ্রাঁ প্রিতে চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিলটন। ২০০৭ সালে অভিষেকের পর প্রতি মরসুমেই কোনো না কোনো খেতাব জিতেছেন তিনি। এটি তাঁর কেরিয়ারে ৯৬তম খেতাব। বাহারিনে শেষ ধাপের রেসে হ্যামিলটন ০.৭৪৫ সেকেন্ডের ব্যবধানে মাক্স ফারস্টাপেনেকে পরাস্ত করলেন।