কারেন্ট অ্যাফেয়ার্স ৪ সেপ্টেম্বর ২০২১

614
0
daily current affairs
Courtesy: Scroll.in

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের পঞ্চশির তালিবানরা দখল করে নিয়েছে বলে ভুল খবর প্রচারিত হয়েছিল। আর তখনই তালিব জঙ্গিরা শূ্ন্যে গুলি ছুঁড়ে উল্লাস জানাতে থাকে। এই ঘটনায় মৃত্যু হল ১৭ জন নাগরিকের। কাবুলে পরপর দুদিন তালিবানি ফতোয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন মহিলারা। বিক্ষোভরত কয়েকজন মহিলা জঙ্গিদের প্রহারে জখম হয়েছেন। এদিকে প্রাণ বাঁচাতে ৪৬৫ জন আফগানিস্তানের বৈমানিক আশ্রয় নিয়েছেন উজবেকিস্তানে।
  • নাগরিকদের অনীহা বা আপত্তির কারণে করোনা টিকাকরণ জোর ধাক্কা খাচ্ছে প্রথম বিশ্বের দেশগুলিতে। ব্রিটেন, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রভূত টিকা থাকলেও দেশগুলিতে সাকুল্যে যথাক্রমে ৬৩, ৬২ ও ৫২ শতাংশ মানুষের টিকাকরণ হয়েছে।

 

জাতীয়
  • দেশের সেনাবাহিনীর নাম রাখা হোক `ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তৈরি ওই বাহিনীর নাম ফিরিয়ে এনে ১২৫ তম জন্মশতবর্ষে শ্রদ্ধা জানানো সম্ভব হবে নেতাজিকে। কেন্দ্রীয় সরকারকে লেখা একটি চিঠিতে এই দাবি করেছে বসু পরিবার।
  • দুই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করল ছত্তিশগড় সরকার। ছত্তিশগড়ের সরশুজায় এক বন্ধাত্বকরণ শিবিরে ৭ ঘণ্টায় ১০১ জন মহিলার তাঁরা অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

বিবিধ
  • পরিকল্পনার নাম `অপারেশন লন্ডন ব্রিজ’। ব্রিটেনের ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর প্রশাসন কী কী কাজ করবে তার বিশদ আলোচনা রয়েছে এই পরিকল্পনায়। কিন্তু `পলিটিকো’ নামে একটি ওয়েবসাইটে তা ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ল বরিস জনসন সরকার।

 

খেলা
  • টোকিও প্যারাঅলিম্পিকে অন্যতম সফল ও ঝলঝলে দিন ভারতের। এদিন ২টি সোনাসহ ৪টি পদক জিতল ভারত। পদক তালিকার ২৬ তম ক্রমে চলে এল। প্যারাঅলিম্পিকে এটাই শ্রেষ্ঠ ফল ভারতের। হরিয়ানার ফরিদাবাদের ১৯ বছর মনীশ নরওয়াল ৫০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন। এই বিভাগেই ব্রোঞ্চ জিতলেন সিংহরাজ আধানা। ব্যাডমিন্টনে সোনা জিতলেন ভারতের প্রমোদ ভগত। ব্যাডমিন্টনে ব্রোঞ্চ পেয়েছেন মনোজ সরকার, প্রথম বাঙালি হিসাবে প্যারাঅলিম্পিক থেকে কোনও পদক পেলেন মনোজ।
  • ওভাল টেস্টে শতরান করলেন ভারতের রোহিত শর্মা (১২৭)। টেস্টে এটি তাঁর অষ্টম এবং বিদেশের মাটিতে প্রথম টেস্ট শতরান। ভারত দ্বিতীয় ইনিংসে ৩ ইউকেট হারিয়ে করল ২৭০ রান।
  • ইউএস ওপেনের তযতীয় রাউন্ডে কানাডার লায়লা ফার্নান্ডেজের কাছে হেরে গেলেন গতবার মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন নাওসি ওমাকা।