কারেন্ট অ্যাফেয়ার্স ৫ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-06 | 08:20h
update
2021-09-06 | 08:20h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিতের সংখ্যা ৪ কোটি অতিক্রম করে গেল। গত এক সপ্তাহে প্রত্যহ গড়ে দেড় লক্ষের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। সেখানে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ৬,৬৫.৮৫৮।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশ কার্যত বিধ্বস্ত হয়ে গেছে হ্যারিকেন `ইডা’র দাপটে। এই প্রদেশের বহু স্থানে বিদ্যুত সংযোগ ফেরাতে তিন সপ্তাহ লেগে যাবে বলে জানানো হয়েছে।
  • নতুন সরকার গড়ার সিদ্ধান্ত বার বার পিছিয়ে দিচ্ছে তালিবান। এরই মধ্যে কাবুল গেলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেনান্ট জেনারেল ফৈজ হামিদ।
Advertisement

 

জাতীয়
  • নিপা ভাইরাস হানা দিল কেরলে। নিপা সংক্রমণে এদিন করোনা জয়ী একটি বালকের প্রাণহানি হল   কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে দেশে ফের করোনায় সক্রিয় রোগীর সংখ্য ৪ লক্ষ পেরোল।
  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেলের(৮৬)বিরুদ্ধে এফআইআর করল সর্ব ব্রাহ্মণ সমাজ। প্রসঙ্গত গ্রামে কোনো ব্রাহ্মণকে না ঢুকতে দেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন নন্দকুমার।

 

বিবিধ
  • অরুণাচল প্রদেশের তালে অভয়ারণ্যে ১৭টি নতুন প্রজাতির `মথ’ এর সন্ধান পাওয়া গেল।
  • হরিয়ানা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় সবথেকে বেশি বয়সে পাশ করার নজির করলেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চোতালা (৮৬)।

 

খেলা
  • টোকিয়ো প্যারা অলিম্পিকের শেষ দিনে ভারতের ঘরে এল একটি করে সোনা ও রুপোর পদক।এদিন ব্যাডমিন্টনে সোনা জিতলেন ২২ বছরের কৃষ্ণ নাগার। ব্যাডমিন্টনে রুপো জিতলেন নয়ডার জেলাশাসক সুহাস জ্যোতিরাজ।২০১২ লন্ডন ও ২০১৬ রিও প্যারা অলিম্পিকে ভারত পেয়েছিল যথাক্রমে ১ এবং ৪টি পদক।এবার ভারত পেয়েছে ৫টি সোনা ৮টি রুপো, ৬টি ব্রোঞ্জ সহ ১৯টি পদক। ভারতের ক্রম ২৪। প্রতিযোগিতায় এটাই ভারতের শ্রেষ্ঠ ফল। চিন পেল প্রথম স্থান(৯৬ সোনা, ৬০ রুপো, ৫১ ব্রোঞ্জ)।
  • ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারত ৪৬৬ রান করল। জবাবে ইংল্যান্ড বিনা উইকেটে ৭৭ রান করল।
  • আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ভারত ২-১ গোলে পরাস্ত করল নেপালকে। দেশের হয়ে ৭৫ তম গোল করলেন সুনীল ছেত্রী।
  • যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০ তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ম্যাচে মহমেডান স্পোর্টিং ৪-১ গোলে হারাল ভারতীয় বায়ুসেনাকে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 08:09:10
Privacy-Data & cookie usage: