কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-07 | 10:19h
update
2021-09-07 | 10:19h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের পঞ্চশির দখল করতে তালিবানের হয়ে লড়াইয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে পাকিস্তান। তাদের বিমানবাহিনী এবং সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ও সেনার স্পেশ্যাল সার্ভিস গ্রুপ লড়াই চালাচ্ছে। তাদের হাতে নিহহেলেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের মুখপাত্র তথা আফগান সাংবাদিক ফাহিম দাশতি। ২০০১ সালে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন তাঁর বাবা। সাংবাদিক ফাহিম পঞ্জশিরে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। ঘোর প্রদেশে একজন মহিলা পুলিশকর্মীকে তাঁর বাড়ি গিয়ে স্বামী সন্তানের সামনে গুলি চালিয়ে হত্যা করল তালিবান জঙ্গিরা। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘোর জেলখানায় কাজ করতেন তিনি। এদিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈয়জ আহমেদের সঙ্গে বৈঠকের কথা জানালেন তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।
Advertisement

 

জাতীয়
  • মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। এ পর্যন্ত পাঁচটি সমন তাঁর বিরুদ্ধে জারি করা হলেও তার একটিরও জবাব দেননি তিনি। এদিকে জাতপাত নিয়ে একজন মহিলাকে কটুক্তি করার অভিযোগে মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডের দ্বিতীয় স্ত্রী করুনা শর্মাকে গ্রেপ্তার করল পুলিশ।
  • উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করল উত্তরপ্রদেশ সরকার। ৮১ বছর বয়সী কুরেশি একজন কংগ্রেস নেতা। সংবাদ মাধ্যমের সামনে তাঁর কিছু বক্তব্যের সূত্রে ওই মামলা করা হয়েছে।

 

বিবিধ
  • প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে নয়াদিল্লিতে `বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ এর উদ্বোধন হল।
  • বিকল্প হয়ে উঠতে পারেনি অনলাইন শিক্ষা। ১৫ রাজ্যে ১৩৬২টি পরিবারের ওপর সমীক্ষা চালিয়ে প্রকাশিত `লকড আউট, এমারজেন্সি রেসপন্স অন স্কুল এডুকেশন’ রিপোর্টে এই দাবি করা হল।

 

খেলা
  • ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৭ রানে জয়লাভ করল ভারত। লর্ডসের পর ওভাল টেস্টেও জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অর্ধ শতাব্দী আগে ১৯৭১ সালে ওভাল টেস্টে জিতে ইংল্যান্ডে প্রথমবার সিরিজ জিতেছিল অজিত ওয়াদেকর নেতৃত্বাধীন ভারত। ২৪ টেস্টে ১০০ উইকেট নিয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট নেওয়ার ভারতীয় নজির গড়লেন যশপ্রীত বুমরাহ। ভাঙলেন কপিল দেবের রেকর্ড (২৫ টেস্টে ১০০ উইকেট)। ওভালে এই নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট জিতল ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন রোহিত শর্মা।
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জন পূর্বে ইতালি-সুইজারল্যান্ড ম্যাচ ড্র হল। একটানা ৩৬ ম্যাচ তারা অপরাজিত। ব্রাজিল (১৯৯৩-৯৬) ও স্পেন (২০০৭-০৯) একটানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড করেছিল।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2024 - 21:42:26
Privacy-Data & cookie usage: