আন্তর্জাতিক
- ১৯৯ তম স্বাধীনতা দিবস পালন করল ব্রাজিল।
- আফগানিস্তান দখলের ২৩ দিনের মাথায় অর্ন্তবর্তী সরকার গঠনের সিদ্ধান্ত প্রকাশ করল তালিবান। কার্যনির্বাহী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মোল্লা মহম্মদ হাসান আখুন্দের নাম ঘোষণা করা হল। তিনি তালিবানর নীতি নির্ধারিক কাউন্সিল `রেহবারি শুরা’-এর প্রধান এবং রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত সন্ত্রাসবাদী। দুজন উপপ্রধানমন্ত্রী হিসাবে মোল্লা আবদুল গনি বরাদর ও মৌলবি আব্দুল সালাম হানাফি-র নাম ঘোষণা করা হয়েছে। মন্ত্রিসভার প্রতিরক্ষা, স্বরাষ্ট্রসহ বিভিন্ন দপ্তরের মন্ত্রিরাই রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গি। এদিন কাবুলের রাস্তায় পাকিস্তান বিরোধী মিছিল ছাত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় তালিবান প্রহরীরা। হেরাটে তালিবান বিরোধী বিক্ষোভে গুলি চালানোর ঘটনায় নিহত হয়েছেন ২ জন।
- বিশ্বের প্রথম দেশ হিসাবে শিশুদের করোনা প্রতিষেধক (২-১১ বছর) প্রয়োগ শুরু হল কিউবায়। দেশীয় প্রযুক্তিতেই তারা টিকা প্রস্তুত করেছে। ১২ বছর ও তার বেশি বয়সীদের ওপর প্রতিষেধক প্রদান ৩ সেপ্টেম্বর শুরু হয়েছিল কিউবায়।
জাতীয়
- কৃষক আন্দোলনে উত্তাল হয়ে উঠল হরিয়ানা। কারনালের মিনি সেক্রেটারিয়েট ঘেরাও করলেন কৃষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দকুমার বাঘেলকে জাতপাত নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করল পুলিশ।
- ভোটে জিতলে এবার আর পার্ক বা মূর্তি গড়বেন না বলে ঘোষণা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। নিজের, দলীয় প্রতীক হাতির ও কাঁসিরামের মূর্তি প্রতিষ্ঠায় ১৪০০ কোটি টাকা খরচ করেছিলেন তিনি।
বিবিধ
- চলতি বছরের প্রথম ৮ মাসে দেশে নারী নির্যাতনের মোট ১৯৯৫৩টি অভিযোগ জমা পড়েছে। গত বছরের তুলনায় তা ৪৬ শতাংশ। এর মধ্যে অর্ধেকেরই বেশি ঘটনা উত্তর প্রদেশে ঘটেছে। জাতীয় মহিলা কমিশন এই তথ্য জানিয়েছে।
খেলা
- ভারতের অধিনায়ক বিরাট কোহলির আরও একটি নজির সামনে চলে এল। এশিয়ার কোনও দলের অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিদেশের মাটিতে সর্বোচ্চ সংখ্যক (৬টি) টেস্ট জেতার নজির গড়লেন তিনি।