কারেন্ট অ্যাফেয়ার্স ৮ সেপ্টেম্বর ২০২১

727
0
Daily current affairs

আন্তর্জাতিক
  • মহড়া চলছিল আপতকালীন ব্যবস্থায় উদ্ধারকার্যের। উপস্থিত ছিলেন মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ। তিনি আপতকালীন বিষয়ক মন্ত্রী। সেখানে একজন চিত্রগ্রাহককে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন জিনিচেভ।
  • কাবুলের দৈনিক পত্রিকা এতিলারোজ নামে-তে তালিবান বিরোধী বিক্ষোভের খবর প্রকাশিত হওয়ায় ৫ জন সাংবাদিককে গ্রেপ্তার করল তালিবান। তালিবান রক্ষীরা বিক্ষোভে অংশ নেওয়া মহিলাদের কাবুলের প্রকাশ্য রাস্তায় চাবুক দিয়ে মারার দৃশ্য প্রকাশ্যে এল। নতুন তালিবান সরকার মহিলাদের যে কোনও রকম খেলাধুলো নিষিদ্ধ করল। নতুন সরকারকে পাকিস্তান, চিনের পাশাপাশি স্বীকৃতি জানালো প্রতিবেশী উজবেকিস্তান। তালিবান শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরউল্লাহ মুনির বলেছেন, `পিএইচডির কোনও মূল্য নেই, ধর্মশিক্ষাই আসল।’

 

জাতীয়
  • আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে নয়াদিল্লিতে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়াম বার্নস ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাক্রশেভ।
  • দেশে সশস্ত্র সেনার তিনটি বাহিনীতেই মহিলারা যোগদান করতে পারবেন। ন্যাশনাল ডিফেন্স আকাদেমিতেও তাঁরা স্থায়ী পদে যোগ দিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত জানালেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাটি।
  • অসমে জোরহাট জেলায় নিমাতিঘাট থেকে মাজুলি যাওয়ার পথে দুটি ভেসেলের সংঘর্ষে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ হলেন বহু যাত্রী।

 

বিবিধ
  • গমের ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৪০ টাকা বাড়িয়ে ২০১৫ টাকা করল কেন্দ্রীয় সরকার। গত বছরের তুলনায় বৃদ্ধির হার ২.০৩ শতাংশ। বৃদ্ধির হার গত ১২ বছরে সবথেকে কম।
  • বিশ্ব সাক্ষরতা দিবসেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামকে পূর্ণ সাক্ষর বলে ঘোষণা করল ঘাটাল মহকুমা প্রশাসন।
  • কাঝাকুতাম সৈনিক স্কুলে মেয়েদের প্রথম ব্যাচটি এদিন ভর্তি হল।

 

খেলা
  • ৫ ম্যাচ পর জয় পেল বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবল দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে তারা ২-০ গোলে হারালো ফিনল্যান্ডকে।
  • ইডেন গার্ডেনসে বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্চ প্রতিযোগিতার উদ্বোধন করলেন লক্ষ্মীরতন শুক্লা।