কারেন্ট অ্যাফেয়ার্স ১০ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-13 | 10:38h
update
2021-09-13 | 10:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: India Tv News

আন্তর্জাতিক
  • আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লা সালের দাদা রোহুল্লা আজিজিকে খুন করল তালিবান। পঞ্জশির থেকে কাবুল যাওয়ার পথে ধরা পডেন রোহু্লা। নৃশংস অত্যাচার চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।১৯৯৬ সালে আমরুল্লা সালের বোনকেও একইভাবে হত্যা করেছিল তালিবান।এদিকে তালিবান মন্ত্রিসভায় ঠাঁই পাননি কোনো মহিলা। সে প্রসঙ্গে তালিবান মুখপাত্র সৈয়দ জাখরুল্লা হশিমিও বলেছেন, `মহিলাদের কাজ জন্ম দেওয়া’। প্রসঙ্গত, মন্ত্রিসভার ৩৩ জনের মধ্যে অন্তত ১৪ জন রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ৯/১১ কাণ্ডের ২০ বছর পূর্তির দিনে তালিবান সরকার যদি শপথ গ্রহণ করে তাহলে তারা সেখানে উপস্থিত থাকবে না।
Advertisement

 

জাতীয়
  • আগামী ডিসেম্বর মাসে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির শতবর্ষ সাড়ম্বরে পালনের সিদ্ধান্ত নেওয়া হল। ভারতীয় বংশোদ্ভূত আরাভ মেহতার বয়স ১১ বছর। ব্রিটেন প্রবাসী এই মেধাবী আইকিউ–এর বিচারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নম্বর (১৬২) পেল (১৮ বছরের কমবয়সিদের মধ্যে)। লন্ডনের কিং ক্রলস-এ বসে সে মেনসা পরীক্ষায় বসেছিল। আইকিউ বিচারে সে ছাপিয়ে গেছে অ্যালবার্ট আইনস্টাইনকেও।

 

বিবিধ
  • জিনের রহস্য নিয়ে গবেষণা করে বিজ্ঞানের ঐতিহ্যমণ্ডিত `ব্রেকথ্রু’ পুরস্কার পাচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা ভারতীয় বংশোদ্ভূত রয়াসনবিদ শঙ্কর বালসুব্রহ্মনিয়ম। তাঁর জন্ম চেন্নাইয়ে। উচ্চশিক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রে।

 

খেলা
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে পরাস্ত করল আর্জেন্টিনা। হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দেশের হয়ে এটি তাঁর সপ্তম হ্যাট্রিক। দেশের হয়ে ১৫৩ ম্যাচে ৭৯টি গোল করে তিন আমেরিকার মধ্যে দেশের জার্সিতে সবথেকে বেশি গেলের রেকর্ড করলেন তিনি। তিনি টপকে গেলেন ফুটবল কিংবদন্তি পেলেকেও।
  • করোনা আবহে স্থগিত হয়ে গেল ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ডের মধ্যে সিরিজের পঞ্চম তথা চূড়ান্ত টেস্ট।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.05.2024 - 00:44:12
Privacy-Data & cookie usage: