কারেন্ট অ্যাফেয়ার্স ১১ সেপ্টেম্বর ২০২১

540
0
daily current affairs

আন্তর্জাতিক
  • ৯/১১ কাণ্ডের ২০ বছর পূর্ণ হল।২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকল ৮টা ৪৬ মিনিটে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে প্রথম বিমানটি আছডে পডেছিল। এদিন সেখানেই গ্রাউন্ড জিরোয় টুইন টাওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনসহ বহু বিশিষ্ট জন। ঘটনার অন্যতম ষড়যন্ত্রী খলিদ শেখ মহম্মদকে ২০০৩ সালে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছিল।মার্কিন আদালতে এখনও তার বিচারই শুরু করা যায়নি।৯/১১ কাণ্ডে ২৯৭৭ জন নিহত হয়েছেন।
  • আফগানিস্তানের পঞ্চশিরে দুদিন আগে একটি গ্রন্থাগারের সামনে থেকে ভিডিও বিবৃতি দিয়েছিলেন প্রাক্তন আফগান উপরাষ্ট্রপতি আমরুল্লা সালে। এবার সেই গ্রন্তাগার থেকেই ছবি তুলি পঞ্চশির দখলের বার্তা দিল সশস্ত্র তালিবান জঙ্গিরা। এদিকে সরকার গঠন নিয়ে পাকিস্তানের বাড়াবাডিতে তালিবানদের একাংশই বিরক্ত বলে মনে করা হচ্ছে। এজন্য সরকারে শপথ গ্রহণ অনুষ্ঠানও করা যাচ্ছে না।

 

জাতীয়
  • পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।২০১৬ সালে আনন্দীবেন প্যাটেল ইস্তফা দেওয়ার পর থেকেই তিনি ওই পদে ছিলেন।
  • মুম্বইয়ের নির্যাতিতার মৃত্যু হল।ফুটপাতবাসী ওই মহিলাকে রক্তাক্ত, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছিল।এই ঘটনায় মুম্বইয়ের সাকিনাকা থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
  • গত ২৮ অগস্ট বিক্ষোভরত কৃষকদের ওপর পুলিশি হামলায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিল হরিয়না সরকার। আর তারপরই কারনালে মিনি সেক্রেটারিয়েটের সামনে থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করলেন কৃষকরা।

 

বিবিধ
  • নেওড়াভ্যালী জাতীয় উদ্যানের তরফ থেকে ছবি প্রকাশ করে জানানো হল যে এই অরণ্যে ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া গেছে।

 

খেলা
  • ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।। ২০০৯ সালের ২৭ মে শেষবার তিনি ম্যান ইউ-এর হয়ে খেলেছিলেন। তাঁর দল ৪-১ গোলে হারাল নিউ ক্যাসলকে
  • জীবনে প্রথমবার বাবা-মাকে বিমানে ভ্রমণ করিয়ে ট্যুইটারে সেই ছবি পোস্ট করলেন অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। আলেকজান্ডার জেরেভকে হারিয়ে ইউএস ওপেনে পুরুষদের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (৪-৬,৬-২, ৬-৪, ৪-৬, ৬-২)ফাইনালে তাঁর প্রতিপক্ষ আলেকডান্ডার জেরেভ।