কারেন্ট অ্যাফেয়ার্স ১২ সেপ্টেম্বর ২০২১

600
0
daily current affairs
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ৫৪৩ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলে গেল বাংলাদেশে। করোনা ভাইরাস জনিত কারণে গত বছর ১৭ মার্চ সেখানে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। ১৭ শতাংশ শিক্ষক শিক্ষাকর্মীর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে সেখানে।
  • ৯/১১ কাণ্ড নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করল মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন সরকার সেখান হামলাকারীদের সঙ্গে সোদি আরব সরকারের যোগাযোগের ইঙ্গিত দেওয়া হয়েছে।
  • আফগানিস্তানে স্নাতকোত্তর পড়তে পারবেন ছাত্রীরা। তবে ছেলেদের সঙ্গে লেখাপড়া চলবে না এবং ইসলামি পোশাক পরা বাধ্যতামূলক। এই কথা জানালেন তালিবানের উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হক্কনি।

 

জাতীয়
  • গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। তিনি পাতিসর সম্প্রদায়ের নেতা। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জৈন সম্প্রদায়র নেতা ছিলেন।
  • কোচিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণে বৈমানিক ভুল বা অসুস্থতা।এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই রিপোর্ট দিয়েছে, গত বছর ৭ অগস্ট `বন্দেভারত’ মিশনে দুবাই থেকে আসা বিমানটি ভেঙে ২১ জনের মৃত্যু হয়েছিল।

 

বিবিধ
  • বিএসএফ, এসএসবি, সিআরপি এবং জম্মু-কাশ্মীর বাহিনীকে তালিবান সম্পর্কে নতুন করে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

 

খেলা
  • মাত্র ১৮ বছর বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে চমকে দিলেন ব্রিটেনের এমা রাদুবানু। ইউএস ওপেনের মেয়েদের সিঙ্গলস ফাইনালে তিনি ৮-৪, ৬-৩, গেমে হারালেন কানাডার ১৯ বছর বয়সী লায়লা ফার্নান্ডেজকে। এই প্রথম বাছাই পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন এমা। ২০০৪ সালে মারিয়া শারাপোভার সর্বকনিষ্ঠ হিসাবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। ১৯৭৭ সালে ভার্জিনিয়া ওয়েভ–এর পর ফের কোনও ব্রিটিশ মহিলা গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। রাদুবানুর মা চিনা, বাবা রোমানিয়ান। তাঁর জন্ম হয়েছিল টরেন্টোয়।