কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ সেপ্টেম্বর ২০২১

651
0
Current Affairs 21st January
Courtesy: Times of India

আন্তর্জাতিক
  • ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারের ইমপিচমেন্টের দাবিতে রাজধানী রিও-ডি-জেনেরো সহ বিভিন্ন শহরে পথে নামলেন কয়েক হাজার ব্রাজিলবাসী।
  • আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর প্রথম বাণজ্যিক উড়ান চালু হল কাবুল থেকে। পাকিস্তান এয়ারলাইনসের একটি উড়ান যাত্রী নিয়ে যায় ও ফেরত আসে।
  • এদিকে উজবেকিস্তানে আশ্রয় নেওয়া আফগান বৈমানিকদের ফিরতে বলল তালিবান নেতৃত্ব।

 

জাতীয়
  • উত্তর ২৪ পরগনা ও মালদহ জেলায় প্রাথমিক শিক্ষক পদে ৭১০৪ জনকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করল পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা। এরমধ্যে ৩১৭৯টি নতুন পদ।
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ অস্কার ফার্নান্ডেজ প্রয়াত হলেন। মনমোহন সিং মন্ত্রিসভায় তিনি সড়ক পরিবহন ও শ্রম মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন।
  • চিকিতসাবিদ্যার স্লাতক স্তরে ভর্তির জন্য `নিট’ এর বিকল্প পেতে নতুন একটি বিল পাশ করল তামিলনাড়ু বিধানসভা। প্রসঙ্গত, সেখানে বরাবর উচ্চ মাধ্যমিকের ফলের ভিত্তিতে মেডিক্যালে ভর্তি করা হত। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে `নিট’ চালু হয়।

 

বিবিধ
  • ভারতের বৈদ্যুতিক স্কুটার কারখানায় কেবল মহিলা কর্মীদের নেওয়া হবে বলে জানাল ওলা। ১০ হাজারের বেশি মহিলা কর্মী নেওয়া হবে।

 

খেলা
  • ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম করার সুযোগ হারালেন নোভাক জকোভিচ। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে নেমে তাঁকে ৬-৪,৬-৪,৬-৪ গেমে পরাস্ত করে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন রাশিয়ার দানিল মেদভেদেভ।
  • সেপ্টেম্বের মাসে আইসিসি-র শ্রেষ্ঠ পুরুষ ও মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন যথাক্রমে ইংল্যান্ডের জো রুট এবং আয়ারল্যান্ডের এইমার রিচার্ডসন।