কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মার্চ ২০২১

schedule
2021-04-02 | 15:28h
update
2021-04-02 | 15:28h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: CNN

আন্তর্জাতিক
  • গণতান্ত্রিক সরকারকে নস্যাত করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সেনা শাসন শুরু হয়েছিল মায়ানমারে। সেটা ১ ফেব্রুয়ারির ঘটনা। ২ মাসের মধ্যেই পরিস্থিতি এমন জায়গায় যাবে যে আশঙ্কা, এবার না গৃহযুদ্ধ শুরু হয় সেখানে। এদিন উত্তর মায়ানমারে পুলিশের একটি ছাউনি দখল করে নিল কাটিন গেরিলা বাহিনী। কারেন জনজাতি গোষ্ঠীর গেরিলা বাহিনীও সেনা সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে। তারপর থেকেই জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে আকাশপথে হামলা চালাচ্ছে সেনা। এতে ১০ জন গ্রামবাসীর মৃত্যু হল। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা বাদে অন্য কাজে যুক্ত মার্কিন নাগরিকদের মায়ানমার ত্যাগ করে দেশে ফিরতে নির্দেশ দিল জো বাইডেন প্রশাসন।
  • `ব্রিটেনে বর্ণবিদ্বেষ প্রায় নেই। শ্বেতাঙ্গ অধ্যুষিত অন্যান্য দেশের কাছে ব্রিটেন এক দৃষ্টান্ত।’ এই মন্তব্য করা হল, `কমিশন অন রেস অ্যান্ড এথনিক ডিসপ্যারিটি’ রিপোর্টে। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনকারীরা একে ভিত্তিহীন বলে জানিয়ে দিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নির্দেশে সমীক্ষা রিপোর্টটি তৈরির কাজ শুরু হয়েছিল।
Advertisement

জাতীয়
  • `আদালতে যাওয়ার আগে এফআইআর করা উচিত ছিল মুম্বইয়ের প্রাক্তন পু্লিশ কমিশনার পরমবীর সিংয়ের।’ এদিন এই মন্তব্য করল বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁ থেকে ১০০ কেটি টাকা আদায় করতে চেয়েছিলেন। এই অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে এই মামলাটি করেছেন পরমবীর সিং। দেশমুখ অবশ্য অভিযোগটি অস্বীকার করেছেন।

 

বিবিধ
  • স্বল্প সঞ্চয় প্রকল্পের বিভিন্ন ক্ষেত্রে সুদের হার কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেও তা তুলে নিল কেন্দ্রীয় সরকর। ১১০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমানোর সিদ্ধান্ত জানিয়েও তুলে নেওয়া হল। নজিরবিহীন এই সিদ্ধান্ত।
  • রেলে বাতানুকূল থ্রি টায়ার নতুন কোচের নকশা চূড়ান্ত করল কাপুরথালা রেল কোচ কারখানা। নতুন কোচে ৭২টির বদলে ৮৩টি বার্থ থাকলেও যাত্রীদের পক্ষে তা স্বাস্থ্যকর হবে বলে দাবি করা হয়েছে।

খেলা
  • আইসিসি একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রখলেন বিরাট কোহালি। রোহিত শর্মার ক্রম তৃতীয়। যশপ্রীত বুমরাহ বোলারদের তালিকায় চতুর্থ ক্রমে রয়েছেন।
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে বেলারুশের বিরুদ্ধে ৮-০ গোলে জয়লাভ করল জিব্রাল্টারের বিরুদ্ধে। পর্তুগাল ৩-২ গোলে পরাস্ত করল লাক্সেমবার্গকে। পর্তুগালের হয়ে একটি গোল করলেন ক্রিশ্চিায়নো রোনাল্ডো। দেশের হয়ে ১০৩টি গোল করেছেন তিনি। এক্ষেত্রে বিশ্ব রেকর্ড রয়েছে ইরানের আলি দাইয়ের (১০৮)।
  • বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান গড়ার মাইল ফলকের দুদশক পূর্ণ করলেন শচীন তেন্ডুলকর। ২০০১ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৯ রান করে এই রেকর্ড করেছিলেন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 23:55:16
Privacy-Data & cookie usage: