আন্তর্জাতিক
- পাকিস্তান প্রস্তাবিত মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি বিলের বিরুদ্ধে রাতভর বিক্ষোভ দেখালেন সাংবাদিকরা। সংসদভবনের বাইরে অবস্থান করলেন তাঁর। তাঁদের অভিযোগ, এই বিলের লক্ষ্য সরকার ও সেনা বিরোধী খবরের কণ্ঠরোধ। এর পর বিলের ভবিষ্যত নিয়ে কমিটি তৈরি করল পাকিস্তান সরকার।
- বিভিন্ন দেশের আফগান দূতাবাসগুলিতে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে। কারণ তারা কোনো সরকারের প্রতিনিধিত্ব করছে না। বরং নিরাপত্তার খাতিরে সেখানকার কূটনীতিকরাই সংশ্লিষ্ট দেশগুলিতে রাজনৈতিক আশ্রয় চাইছেন।
- ১০০ কোটি নাগরিকের করোনা টিকা সম্পূর্ণ হয়েছে বলে জানাল চিন।
জাতীয়
- শপথ গ্রহণ করল গুজরাটের নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যটেল প্রথমবারের বিধায়ক। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ২৪ জনের নতুন মন্ত্রিসভা এদিন শপথ নিল। তাঁদের মধ্যে ২১ জন প্রথমবার মন্ত্রী হলেন।
সমাজকর্মী হর্ষ মান্দারের দিল্লির গৃহ ও দুটি শিশু আশ্রয় কেন্দ্রে তল্লাশি চালাল ইডি। আশ্রয় কেন্দ্র দুটি হল উম্মিদ-আমন ঘর এবং খুশি-রেনবো হোম। - মধ্যপ্রদেশ ক্যাডারর আইএএস হর্ষ মন্দার ২০০২ সাল থেকে চাকরি থেকে ইস্তফা দিয়ে দাঙ্গায় পরিবার হারনো শিশুদের জন্য কাজ করছেন। তাঁর পাশে দাঁডিয়ে বিবৃতি দিলেন ৬০০ জন বিশিষ্ট ব্যক্তি।
বিবিধ
- শেয়ার সূচক সেনসেক্স ৫৯ হাজারের অঙ্কে প্রবেশ করল। মাত্র দেড় মাসে ৬৫৫৪ অঙ্ক বেডেড়ছে সেনসেক্স সূচক।
- ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বা ব্যাড ব্যাঙ্ক গঠনের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এজন্য ৩০৬০০ কোটি টকা বরাদ্দ করা হয়েছে।
খেলা
- টি টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার কথা জানালেন বিরাট কোহলি। তিনি ৪৫ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২৯ ম্যাচ।
- চ্যাম্পিয়ান্স লিগ আয়াখম আমস্টারডাম ৫-১ গোলে পরাস্ত করল লিসবনকে। দ্বিতীয় ফুটবলার হিসাবে অভিষেক ম্যাচে ৪টি গোল করলেন সেবাস্টিয়ান আলেয়া।