কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-18 | 12:00h
update
2021-09-18 | 12:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: India Tv news

আন্তর্জাতিক
  • সাংহাই-কোঅপারেশন অর্গানাইজেশনে (এসসিও)এবার ইরানকে অন্তর্ভুক্ত করা হব বলে জানাল চিন। এদিন এসসিও গোষ্ঠীর বৈঠক ছিল। সেখানে এই কথা বললেন চিনের রাষ্ট্রপতি জি শিনফিং। তাজিকিস্তানের দুশানবেতে বৈঠক শুরু হল।
  • ট্রেন থেকে এবং জনের নীচে থেকেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুডে অস্ত্র পরীক্ষা সেরে নিল উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৮০০ কিলোমিটার। ৩০০০ টন শ্রেণির ডুবোজাহাজ থেকে এই অস্ত্র ছোড়া হয়েছে।
Advertisement

 

জাতীয়
  • এসসিও বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি প্রতিবেশী দেশগুলির ওপর গভীর প্রভাব ফেলবে।
  • পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্ম দিবস। এদিন দেশে ২ কোটি ২৬ লক্ষাধিক মানুষকে করোনা প্রতিষেধক দেওয়া হয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারমন্ত্রক।
  • মায়ানমার থেকে ১৩ হাজারের বেশি শরণার্থী প্রবেশ করেছেন মিজোরামে। তাঁদের সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মিজোরামের মুখ্যমন্ত্রী মোরামথাঙ্গা।

 

বিবিধ
  • গোবিন্দভোগ চালের বিশেষ কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। এর আগে বাংলার গোবিন্দভোগ চাল ছাড়াও রসগোল্লা, তুলইপাঞ্জি চাল, শীতলপাটি, ফজলি আম, সীতাভোগ-মিহিদানা ও জয়নগরের মোয়া নিয়ে বিশষ কভার প্রকাশিত হয়েছে।

 

খেলা
  • ডেভিস কাপ টাইয়ে ফিনল্যান্ডের সঙ্গে প্রথম দিন ০-২ ফলে পিছিয়ে পড়ল ভারত। দুটি সিঙ্গলসে অংশ নিয়েছিনে প্রজ্ঞেস গুণেশ্বরণ ও রামকুমার রমানাথন।
  • পাকিস্তান সফর বাতিল করে দিল নিউজিল্যান্ড। নিরাপত্তা নিয়ে সংশয়ে এদিন রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরুর কথা থাকলেও মাঠে নামেনি কিউয়ি ক্রিকেট দল। পরে জানানো হয়, গোটা সফর (৩টি একদিনের ৫টি টি টোয়েন্টি) বাতিল করা হচ্ছে. ২০০৩ সালে করাচিতে তাদের হোটেলের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের দীর্ঘ ১৮ বছর বাদে পর পাকিস্তান সফরে গিয়েছি নিউজিল্যান্ড ক্রিকেট দল।

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.05.2024 - 05:02:38
Privacy-Data & cookie usage: