আন্তর্জাতিক
- গত ২৮ অগস্ট কাবুলে মার্কিন ড্রোন হানায় ৭ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। যে ব্যক্তিকে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছিল তার সঙ্গে কোনো জঙ্গি যোগ মেলেনি। এদিন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে আফগানিস্তানে কেবল পুরুষ শিক্ষক শিক্ষাকর্মী ও ছাত্রদের নিয়ে স্কুল খোলার নির্দেশ দিল তালিবানরা।
- মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে দূত ফেরানোর সিদ্ধান্ত নিল ফ্রান্স। ফ্রানেসর ডুবোজাহাজ কেনা সংক্রান্ত চুক্তি নিয়ে জটিলতার জেরে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
জাতীয়
- পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ইস্তফা দিলেন। পাঞ্জাবে ২০১৭ সাল তাঁর নেতৃত্বে ক্ষমতায় এসেছিল কংগ্রেস।
- কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার দায় স্বীকার করে বিবৃতি দিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। সেখানে আত্মঘাতী জঙ্গি হিসাবে আবদুল রহমান আল লেগেরির নাম উল্লেখ করা হয়েছে। তিনি ওডিশার বাসিন্দা। পেশায় ছিলেন মাদ্রাসা শিক্ষক। পাঁচ বছর আগে দিল্লিতে ধরা গ্রেপ্তার হয়েছিলেন। দিল্লিতে তিনি জেল খেটেছিলেন বলেও দাবি করেছেন আইএস।
- বাধ্যতামূলক বিবাহ নথিভুক্তকরণ (সংশোধনী) বিল ২০২১ পাশ হল রাজস্থান বিধানসভায়। এই ধরনের একটি ধারায় অপ্রাপ্তবয়স্কদের বিয়ে নথিভুক্ত করতে বলা হয়েছে। এটি ঘুরপথে কন্যা বিবাহকেই স্বীকৃতি জানানো বলে মনে করছেন অনেকে।
বিবিধ
- গত ২ বছর ধরে প্রধানমন্ত্রী যে সব উপহার ব স্মারক পেয়েছেন তার কিছু জিনিস ভার্চুয়াল নিলামে তুলকেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক। এই অর্থ `নমামি গঙ্গে’ প্রকল্পে ব্যয় করা হবে। নিলাম করা হচ্ছে নীরজ চোপড়ার জ্যাভলিন, লাভলিনা বরগোঁয়াইয়ের গ্লাভস, রানি রামপালের হকি স্টিক প্রভৃতি। ১৭ সেপ্টেম্বর শুরু হয়েছে নিলাম চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
খেলা
- ডেভিস কাপে ফিনল্যান্ডের কাছে ১-৩ ব্যবধানে পরাস্ত হল ভারত। ওয়ার্ল্ড গ্রুপ পর্যায়ের এই প্রতিযোগিতায় একমাত্র জয় পেয়েছেন ভারতের প্রাজ্ঞনেশ গুণেশ্বরন।
১৭ সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন