কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ সেপ্টেম্বর ২০২১

schedule
2021-09-22 | 08:34h
update
2021-09-22 | 08:34h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: India Today

আন্তর্জাতিক
  • সেপ্টেম্বর মাসের প্রথম দিকে কাবুলে আফগান রাষ্ট্রপতির বাসভবনে নতুন আফগান সরকার গঠনের সভায় কী ঘটেছিল তা প্রকাশ্যে এল। নতুন সরকার গঠন নিয়ে আলোচনার সময় তালিবানের সহকারী  তথা উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদরকে প্রহার করেছেন হক্কানী নেতা খলিলুর রহমান হক্কানী। সভায় গুলির লড়াইয়ে প্রাণহানি হয়েছে কয়েকজন নিরাপত্তারক্ষীরও। ঘটনার পর গনি কান্দাহারে পালিয়ে গেছেন। এই দিকে একটি রুশ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য করলেন,’ মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করা ছিল ভুল সিদ্ধান্ত’।
Advertisement

জাতীয়
  • পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন রঞ্জিত সিং চন্নী। তিনি রামদা শিয়া সম্প্রদায়ের মানুষ। তিনি হবেন পাঞ্জাবের প্রথম দলিত শিখ মুখ্যমন্ত্রী। অমরিন্দর সিং সরকারের কারিগরি  শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। ভারতের বিভিন্ন রাজ্যের হিসাব ধরলে তিনি হবেন সপ্তম দলিত মুখ্যমন্ত্রী।
বিবিধ
  • ইউরেকা ফোর্বস এর ৭২.৫৬ শতাংশ অংশীদারি বিক্রি করছে শাপুরজি পালনজি  গোষ্ঠী। ১৫৬ বছরের পুরনো এই সংস্থা ৪৪০০ কোটি টাকায় তা বিক্রি করছে মার্কিন সংস্থা অ্যাডভেন্ট ইন্টারন্যাশনাল এর কাছে। ইউরেকা ফোর্বস প্রায় আড়াইশো বছরের পুরনো সংস্থা। ১৯৮২ সালে তা কিনেছিল টাটারা। পরে তাকে নিয়ে নেয় শাপুরজি গোষ্ঠী। জল পরিশোধক অ্যাকোয়া গার্ড এই সংস্থার মালিকানাধীন।
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ব্যাকডোর এন্ট্রি’ বন্ধ হওয়া উচিত। একটি মামলার সূত্রে এ কথা বলল দিল্লি হাইকোর্ট।
খেলা
  • ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস (৮১) প্রয়াত হলেন। তিনি তার দেশের হয়ে ৫৭ ম্যাচে ৪৪টি গোল করেছিলেন। ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। টটেনহ্যামের হয়ে ৩৮০ ম্যাচে ২৬৬ টি গোল করেছিলেন গ্রিভস।
  • চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হল দুবাইয়ে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের মাটিতে স্থগিত রাখতে হয়েছিল তা।
১৮ সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুনAMP
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2024 - 06:25:21
Privacy-Data & cookie usage: