কারেন্ট অ্যাফেয়ার্স ২০ সেপ্টেম্বর ২০২১

625
0
daily current affairs
Courtesy: Hindustan Times

আন্তর্জাতিক
  • পাঁচ বছর আগে ডুবোজাহাজ কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র । কিন্তু পরে তারা সেই চুক্তি ভেঙে নতুন চুক্তি করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে দুই দেশ থেকেই দূত প্রত্যাহারের কথা ঘোষণা করেছে ফ্রান্স। এদিকে অস্ট্রেলীয় উপ-প্রধানমন্ত্রী বারনাবি জয়েস মনে করিয়ে দিয়েছেন, দুই বিশ্বযুদ্ধে ফ্রান্সকে বাঁচাতে প্রাণ দিয়েছেন অস্ট্রেলীয় সৈন্যরা।
  • রাশিয়ার পার্স স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন বন্দুকবাজের হামলায় আটজন নিহত হলেন। আততায়ী সেখানকারই প্রাক্তন ছাত্র। আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয়
  • বিভিন্ন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে ভারত সফরে এলেন সৌদি আরবের বিদেশমন্ত্রী ফারহান আল সৌদ।
  • পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চরন জিৎ সিং চন্নী। উপমুখ্যমন্ত্রী হলেন সুখজেন্দ্র রনধাওয়া এবং ওম প্রকাশ সোনি।
বিবিধ
  • চলতি মরসুমে এপার বাংলায় মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির ছাড়পত্র দিল বাংলাদেশ। প্রসঙ্গত, গত বছর ২০০০ এবং তার আগের বছর ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ।
  • গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৫৯.২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। গত এক দশকে একদিনে এত বৃষ্টি হয়নি কলকাতায়।
খেলা
  • পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড। তাদের পুরুষ ও মহিলা উভয় ক্রিকেট দলের সব সফরসূচি বাতিল করা হয়েছে। নিরাপত্তার প্রশ্নে এর আগে একটিও ম্যাচ না খেলে দল ফিরিয়ে নিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
  • দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে ২১১ টি সদস্য দেশ, ক্লাব লিগ ও ফুটবলারদের সংগঠনের মতামত নিতে বৈঠক ডাকল ফিফা।